বিখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার আউটফিটে ফোটোশ্যুটে ঝড় তুলেছেন নোরা। এককথায় নোরার এই ফোটোশ্যুটে দেখে সকলেই যেন 'থ'।
810
লো নেকলাইন শিমারি ব্রা-লেট, জ্যাকেট, হাই স্লিট লেহেঙ্গায় নোরার এই ছবি এখন টক অফ দ্য টাউন। অভিনেত্রীর মারকাটারি চাবুক ফিগারে কাত হয়েছে আট থেকে অষ্টাদশী।
910
তবে নোরার এতটা খোলামেলা পোশাক দেখেই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। নেটিজেনদের মধ্যে একজন বলেছেন, লাইমলাইটে থাকতে শরীর দেখাতেই এইরকম পোশাক বেছে নিয়েছেন নোরা।
1010
তবে নোরার অনুরাগীরাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তাদের পাল্টা দাবি, এরকম কাটাছেড়া পোশাক পরতে অনেক বেশি সাহস লাগে। পাশাপাশি এই ফিগারের পিছনেও রয়েছে অনেক পরিশ্রম। সুতরাং যারা নোরার এই পোশাকের সমালোচনা করছেন তাদের মুখটা বন্ধ রাখা উচিত।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।