লো নেকলাইন টপ , যার উপরের অংশে ব্রালেট এবং নিচে হাঁটু পর্যন্ত কাটা মিডি স্কার্ট। সাদা পোশাকে বেরিয়ে রয়েছে স্তনের একাংশ থেকে কার্ভি কোমর। পোশাকের উপর এবং নীচের অংশটি সোনালি রিং দিয়ে আটকানো। আর তাতেই নজর আটকেছে নেটিজেনদের।
বারবারই ব্রালেট টানতে দেখা গেছে নোরাকে। এমনকী গাড়ির দরজা খুলে পোশাক ঠিক করে ফের ক্যামেরায় হট পোজ দিয়েছেন নোরা, কিন্তু তাতেও মিলল না স্বস্তি। একাধিক পোশাক ঠিক করতে গিয়েই পোশাক বিভ্রাটে জড়িয়ে পড়লেন বলিউডের সাকি গার্ল। সেই সঙ্গে জুটেছে একাধিক কটুক্তিও ।
710
সাদা পোশাকের সঙ্গে ম্যাচ করে সাদা হিল, কানের দুল, খোলা চুলে শিহরণ জাগিয়েছেন নোরা ফতেহি। প্রতিটি ছবিতেই স্পষ্ট শরীরী ভাঁজ। নোরার শরীরী ভাঁজে নেটিজেনরা তাকে বলিউডের কিম কার্দাশিয়ানের বলেছেন।
নোরার বেলি ডান্সের জাদুতে মোহিত গোটা বিশ্ব। সারা বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান রয়েছে নোরার। তবে নাচের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের পাগল করছেন সাকি গার্ল।