নিজের ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেই অনুরাগীদের ধন্দে ফেলে দিয়েছেন নোরা। এবং বিষয় যে গুরুতর তেমনটাই মনে করছেন নেটিজেনরা।
48
নোরা লিখেছেন, 'আমি পস্তানোয় বিশ্বাস করি না, আমার প্রতিশোধ নিতে ভাল লাগে। এবং বিশ্বাস করো সময় আসলে ঠিক প্রতিশোধ নেওয়া হবেই'।
58
হঠাৎ কেন এমন পোস্ট করলেন নোরা, এই নিয়ে বাড়ছে জল্পনা। কার উপর প্রতিশোধ নিতে চান নোরা। এই প্রশ্ন উঠলেই উত্তর মেলেনি।
68
নোরা যদিও এইসব প্রশ্নের কোনও উত্তর দেননি। নিজের মতোন পোস্ট করেই মুখে কুলুপ এটেছেন।
78
'নাচ মেরি রানি'-তে গুরু রান্ধওয়ারের সঙ্গে শেষবারের মতো দেখা গিয়েছিল নোরা ফতেহিকে। এছাড়া আবু জানি ও সন্দীপ খোসলার সঙ্গে মডেলিংও করেছেন নোরা।
88
শীঘ্রই নোরাকে দেখা যাবে 'ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া ছবিতে'। যেখানে অজয় দেবগণ, সোনাক্ষি সিনহা ও সঞ্জয় দত্তকে অভইনয় করতে দেখা যাবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।