ফারজানা রেখার জীবনের প্রতিটা মিনিটে নজর রাখে। অ্যাপয়েন্টমেন্ট কল থেকে কোরিওগ্রাফের সময়সূচী পর্যন্ত। কথিত আছে এই ফারজানার কারণেই রেখার স্বামী মুকেশ আত্মহত্যা করেছিল।প্রতিবেদনের রিপোর্ট অনুসারে ফারজানা রেখাকে (Rekha) বোন বলে দাবি করেছেন, তবে অনেকেই বলেছেন যে রেখার জীবনে তিনি একজন পুরুষের ভূমিকা পালন করেন। অনেকেই বলেন তাদের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে। এবং রেখা লেসবিয়ান, লিভ-ইন সম্পর্কে রয়েছেন বলেও অনেকে মনে করেন।