নিয়মিত প্রথা ভেঙে ভিকির গালে হলুদ লাগিয়ে ভালবাসার ছোঁয়া দিয়েছেন ক্যাটরিনা। গায়ে হলুদের পর স্নান পর্বেই নজর কেড়েছেন ভিকি কৌশল। এই ছবিই এখন সরগরম করছে নেটপাড়া। দুজন-দুজনকে সারা গায়ে হলুদ মাখাচ্ছে এই পাওয়ার কাপল। পরনে সাদা পোশাক, গোলাপী ওড়না, ফুলের মালা , উড়ছে গোলাপের পাপড়ি। এককথায় গোলাপের বৃষ্টির মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান সেরেছেন ভিকি ও ক্যাটরিনা।