Katrina-Vicky Married : নিয়ম ভাঙলেন ক্যাটরিনা, ভাই নয় 'গার্ল গ্যাং'-এর সঙ্গেই বিয়ের মন্ডপে দুলহানিয়া

Published : Dec 14, 2021, 04:10 AM IST

৯ ডিসেম্বর, বলিউডের গ্র্যান্ড ওয়েডিং। ৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট  বারওয়ারাতে বসেছিল ভিক্যাটেররাজকীয় বিয়ের আসর । পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিক্যাটের বিবাহের প্রতিটা  মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল। সম্প্রতি নিয়ম ভাঙার খেলায় এবার আরও একধাপ এগিয়ে গেলেন ক্যাটরিনা কাইফ, কী আবার করলেন নববধূ, শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।  

PREV
110
Katrina-Vicky Married : নিয়ম ভাঙলেন ক্যাটরিনা, ভাই নয় 'গার্ল গ্যাং'-এর সঙ্গেই বিয়ের মন্ডপে দুলহানিয়া


বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিক্যাটের বিবাহের প্রতিটা  মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল। 

210


ভিক্যাটের বিয়ের প্রতিটা মুহূর্ত তাড়িয়ে উপভোগ করছে অনুরাগীরা। ক্যাটরিনা ও ভিকি কৌশলও ভক্তদের নিরাশ করছেন না। একের পর এক ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া। যা মুহূর্তে ঝড় তুলছে।

310


সম্প্রতি নিয়ম ভাঙার খেলায় এবার আরও একধাপ এগিয়ে গেলেন ক্যাটরিনা কাইফ। বিয়ের মন্ডপে কীভাবে প্রবেশ করলেন ক্যাট, তা এবার প্রকাশ্যে এল। ভাই নয় বরং পাঁচ বোনের সঙ্গেই  মন্ডপে পৌঁছোলেন নববধূ ক্যাটরিনা।
 

410

বোনেদের মধ্যে কেউ ধরেছেন মাথার উপর চাদর। আবার কেউ নববধূকে পৌঁছে দিয়েছেন বিয়ের মন্ডপে। যা দেখে সকলেই হতবাক। নেটিজেনদের একটা বড় অংশ যেমন প্রশংসা করেছে তেমনই আবার ট্রোল করতেও ছাড়ে নি।

 

510

বিবাহের রীতি অনুযায়ী মেয়েকে মন্ডপ পর্যন্ত ভাইয়েরা পৌঁছে দেয়। তবে ক্যাটের ক্ষেত্রে তেমনটা হল না। সব্যসাচীর লাল লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে মন্ডপে পৌঁছালেন ক্যাটরিনা কাইফ। মুখে একগাল চওড়া হাসি নিয়েই গার্ল গ্যাং নিয়ে বিয়ের মন্ডপে পৌঁছান ক্যাটরিনা কাইফ।

 

610


সম্প্রতি দিন কয়েক আগেই ভিক্যাটের হলদি সেরেমনির ছবিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়, যেখানে দেখা গিয়েছিল,  ভিকিকে কাছে টেনে নিয়ে সারা গায়ে হলুদ মাখাচ্ছেন ক্যাটরিনা। ভিক্যাটের অন্তরঙ্গ আদুরে মুহূর্তে নিমেষে ভাইরাল।

710


নিয়মিত প্রথা ভেঙে ভিকির গালে হলুদ লাগিয়ে ভালবাসার  ছোঁয়া দিয়েছেন ক্যাটরিনা। গায়ে হলুদের পর স্নান পর্বেই নজর কেড়েছেন ভিকি কৌশল। এই ছবিই এখন সরগরম করছে নেটপাড়া। দুজন-দুজনকে সারা গায়ে হলুদ মাখাচ্ছে এই পাওয়ার কাপল। পরনে সাদা পোশাক, গোলাপী ওড়না, ফুলের মালা , উড়ছে  গোলাপের পাপড়ি। এককথায় গোলাপের বৃষ্টির মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান সেরেছেন ভিকি ও ক্যাটরিনা।

810

গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের গ্র্যান্ড ওয়েডিংয়ের প্রতিটা মুহূর্তের ঝলক এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভিক্যাটের বিবাহের প্রতিটা  মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

 

910


ভিক্যাটের বিয়ের ঘোর যেন কাটছেই না। লাল লেহেঙ্গা পড়া  বিয়ের প্রতিটা ছবি এখনও নেটপাড়া উত্তাপ বাড়াচ্ছে।  বিয়ের আগে পর্যন্ত মুখে কুলুপ আটলেও বিয়ের পর একের পর এক  ছবি শেয়ার করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। 

 

1010

৭০০ বছরের পুরোনো রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট  বারওয়ারাতে বসেছিল ভিক্যাটেররাজকীয় বিয়ের আসর । পাওয়ার কাপলের রয়্যাল ওয়েডিং নিয়ে এখনও চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। 

click me!

Recommended Stories