'রাত ১২ টায় ডিনারের নিমন্ত্রণ', অশালীন প্রস্তাবের কী জবাব দিয়েছিলেন লাস্যময়ী শার্লিন

Published : May 08, 2020, 01:11 PM ISTUpdated : May 08, 2020, 01:38 PM IST

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে অনেকেই মুখ খুলেছেন। বি-টাউনের অন্দরমহলের আসল চিত্রটা  নিয়ে অনেক অভিনেতা-অভিনেত্রীরাই বিস্ফোরক অভিযোগ করেছেন। কেরিয়ারের শুরুতে কিংবা কেরিয়ারের মধ্যগগণে  অনেকেই এই কাস্টিং কাউচের স্বীকার হয়েছেন। সেই তালিকায় প্রথমসারির তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের উষ্ণতা জাগানো লাস্যময়ী অভিনেত্রী শার্লিন চোপড়া। কীভাবে মোকাবিলা করেছিলেন সেই পরিস্থিতি জেনে নিন বিশদে।  

PREV
19
'রাত ১২ টায় ডিনারের নিমন্ত্রণ', অশালীন প্রস্তাবের কী  জবাব দিয়েছিলেন  লাস্যময়ী শার্লিন

কেরিয়ারের শুরুতে বলিউডে পা রাখার প্রথম দিনগুলোতে অনেকের কাছ থেকেই অশালীন প্রস্তাব পেয়েছিলেন  শার্লিন চোপড়া। যদিও প্রথম অবস্থাতে তিনি তা বুঝতে পারেন।

29

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছন শার্লিন। লকডাউনের মধ্যেই ইনস্টাগ্রাম লাইভে খোলসা করেছেন অভিনেত্রী।

39


বিনোদন জগতে কোনওরকম সোর্স ছাড়াই তিনি আসার চেষ্টা করেছিলেন। প্রথম অবস্থায় কেউই তাকে চিনতেন না। তখন বিভিন্ন চলচ্চিত্র নির্মাতাদের কাছে যেতেন শার্লিন।

49


শার্লিন ভাবতেন  তার নিজের মধ্যে যা প্রতিভা রয়েছ তা হয়তো তারা দেখতে পাবেন । সেইমতো নিজের পোর্টফোলিও নিয়ে যেতেন তিনি।

59


চলচ্চিত্র নির্মাতারাও তাকে বলতেন আচ্ছা ডিনারে দেখা হবে।  সেই ডিনারটা হতো রাত ১১-১২ টার মধ্যে।

69


শার্লিন ভাবতেন ডিনারের কথা কেন উঠছে। ডিনারের আসল অর্থটাই বুঝতে  পারেননি শার্লিন।

79

কিন্তু একবার নয়, একাধিকবার নয় ডিনারের কথা শোনার পর তিনি এর আসল অর্থটা বুঝতে পেরেছিলেন।

89


তারপর থেকে তিনি আর চুপ করে থাকেননি। ডিনারের কথা উঠলেই শার্লিনের সটান উত্তর, 'আমি ডিনার করি না, আমার ডায়েট চলছে। আপনি ব্রেকফাস্ট, কিংবা লাঞ্চে আমায় ডাকতে পারেন।' 

99


তারপর থেকে আর ডিনারের কোনও কথা তাকে শুনতে হয়নি বলেই তিনি জানিয়েছেন। এমনকী ডিনারের প্রস্তাব তিনি আর কখনওই পাননি।

click me!

Recommended Stories