কিন্তু একবার নয়, একাধিকবার নয় ডিনারের কথা শোনার পর তিনি এর আসল অর্থটা বুঝতে পেরেছিলেন।
89
তারপর থেকে তিনি আর চুপ করে থাকেননি। ডিনারের কথা উঠলেই শার্লিনের সটান উত্তর, 'আমি ডিনার করি না, আমার ডায়েট চলছে। আপনি ব্রেকফাস্ট, কিংবা লাঞ্চে আমায় ডাকতে পারেন।'
99
তারপর থেকে আর ডিনারের কোনও কথা তাকে শুনতে হয়নি বলেই তিনি জানিয়েছেন। এমনকী ডিনারের প্রস্তাব তিনি আর কখনওই পাননি।