বলিউডের জনপ্রিয় পরিচালক ফারহা খানের সঙ্গে হঠাৎই ঝগড়া বাধল শিল্পা শেট্টির। বিষয়টা বেশ জটিলও। শিল্পাই নাকি ফারহার বিজ্ঞাপন চুরি করে নিয়েছেন, তেমনটাই অভিযোগ করেছেন ফারহা।
59
তবে শেষে কিনা বিজ্ঞাপন চুরি তাও আবার শরীর দেখিয়ে। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, টকটকে লাল রঙের শাড়ি পরে শিল্পা বলেছনে শ্যুটটা তাড়াতাড়ি করো, ঠিক এমন সময়েই মাঝে ঢুক পড়ল ফারহা।
69
ফারহা শিল্পাকে বলছেন, এভাবে আমার পেটে লাথি না মারলে চলছিল না। তুমি আমার বিজ্ঞাপন চুরি করে নিলে। এই বিজ্ঞাপনটি আমার করার কথা ছিল।
79
শিল্পা ফারহার উত্তরে বলছেন, হ্যাঁ আমি এই কাজটি আমার সেক্সি পেট দেখিয়েই পেয়েছি। শিল্পার খাঁজ কাটা কোমরের কার্ভসেই নাকি এই বিজ্ঞাপনে কাজ পেয়েছেন নায়িকা।
89
অবশেষে ঝগড়া ছেড়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। এবংপুরো বিষয়টিই মজার ছলেই করেছেন ফারহা ও শিল্পা।
99
কখনও ফুড ব্লগার, কখনওবা যোগাসন একের পর এক ভিডিও পোস্টে নজর কাড়েন ফিটনেস ফ্রিক শিল্পা। নিজের যোগা অ্যাপ, খাওয়ারের রেসিপির বই, বাগানে শাক-সব্জি পরিচর্যা, ফিটনেস ভিডিও নিয়ে সময় কাটছে শিল্পা। সম্প্রতি জামা-কাপড়ের নয়া ব্র্যান্ডও চালু করেছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।