ঐশ্বর্য থেকে অনুষ্কা, বিয়ের শাড়ির দাম শুনেই চমকে উঠতে হয়

বলিউডের সেলেব মানেই এলাহি ব্যপার। তাঁদের যে কোনও অনুষ্ঠানের ছবি দেখার জন্যই অধীর আগ্রহে থাকেন ভক্তরা। যদি হয় বিয়ে, তবে তা বলাই বাহুল্য। নয়া লুকে সকলকে তাক লাগিয়ে সেলেব সুন্দরীরা এদিন নিজেকে সাজিয়ে তোলেন। পরিকল্পনা চলে বহু আগে থেকে। আর বাজেট! সেই প্রসঙ্গে না যাওয়াই ভালো। কেবল তাঁদের বিয়ের শাড়িতেই মধ্যবৃত্ত ঘরে ৬-৭টা বিয়ে হয়ে যাবে। 

Jayita Chandra | Published : Sep 10, 2020 6:25 AM IST
16
ঐশ্বর্য থেকে অনুষ্কা, বিয়ের শাড়ির দাম শুনেই চমকে উঠতে হয়

ঐশ্বর্য রাই বচ্চনঃ বচ্চন বধূ বলে কথা। কেবল বিয়ের শাড়িই তিনি তৈরি করিয়েছিলেন ৭৫ লক্ষ টাকা দিয়ে। সব থেকে দামী শাড়ি ছিল এটাই। 

26

অনুষ্কা শর্মাঃ বিয়ের দিন যে পোশাক পরেছিলেন অনুষ্কা, তার দাম পড়েছিল ৩০ লক্ষ টাকা। মুহূর্তে যা চমক জাগিয়েছিল ভক্তমনে। 

36

করিনা কাপুরঃ শিল্পাকেই কড়া টক্কর দিয়েছিলেন করিনা। বিয়ের দিন নবাবের ঘরের এই বউ অঙ্গে দিয়েছিলেন ৫০ লক্ষের শাড়ি। 

46

জেনেলিয়াঃ জেনেলিয়া, রীতেশ পত্নী বিয়ের দিন নিজেকে সাজিয়ে তুলেছিলেন এই শাড়িতেই। 

56

বিপাশা বসুঃ বিপাশা বসু, বাঙালি মতেই বিয়ে করেছিলেন করণ সিংকে। কিন্তু সেই বেনারসীর দামও বেশ বেশি। সাড়ে চার লক্ষের শাড়িতেই বিয়ে করেছিলেন বিপাশা।

66

শিল্পা শেট্টিঃ শিল্পা শেট্টি, বরাবরই ফ্যাশন ও লুক নিয়ে সজাগ থাকেন তিনি। তাঁর বিয়ের শাড়ির দামও নেহ কম নয়, ৫০ লক্ষ টাকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos