প্রেমের ক্ষেত্রে বলিউড তারকারা বরাবরই সচেতন। সম্পর্ক যদি হয় পোক্ত প্রেমের ক্ষেত্রে বলিউড তারকারা খুব একটা পিছু পা হল না। সোশ্যাল ট্যাবু ভেঙে তেমনই পদক্ষেপ তুলেছিলেন একাধিক তারকারা।
অভিষেক-ঐশ্বর্যঃ অভিষেকের বয়স ছিল ৩২, তখন ঐশ্বর্যের বয়স ছিল ৩৪। তবে সম্পর্কে তা কখনও প্রভাব ফেলেনি।
29
সইফ-অমৃতা- অমৃতা ছিলেন ৩৫ বছরের। তখন সইফ আলি খানের বয়স ছিল ২১।
39
করণ-বিপাশাঃ বিপাশা যখন ৩৮ বছরের ছিলেন তখন করণের বয়স ছিল ৩৩। একে অন্যের থেকে তাঁরা পাঁচ বছরের বড় ছিলেন।
49
নিক-প্রিয়ঙ্কাঃ নিকের থেকে প্রিয়ঙ্কা দশ বছরের বড়। তাঁর বয়স ছিল ৩৬ যখন নিকের বয়স ছিল মাত্র ২৬ বছর।
59
অর্জুন-মেহেরঃ অর্জুন রামপাল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মেহেরকে বিয়ে করেছিলেন। তাঁদের মধ্যে বয়সের ব্যবধান ছিল ৬ বছরের। তবে ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
69
ನರ್ಗಿಸ್ ಮತ್ತು ಸುನಿಲ್ ದತ್: ಲೆಜೆಂಡ್ ನಟರು ತಮ್ಮ ಸೂಪರ್ ಹಿಟ್ ಸಿನಿಮಾ ಮದರ್ ಇಂಡಿಯಾದ ಚಿತ್ರೀಕರಣದ ಸಮಯದಲ್ಲಿ ಮದುವೆಯಾದರು. ಚಿತ್ರದ ದೃಶ್ಯದಂತೆ ಸೆಟ್ನಲ್ಲಿ ಸುನೀಲ್ ದತ್ ನರ್ಗಿಸ್ನನ್ನು ಬೆಂಕಿಯ ಅಪಘಾತದಿಂದ ರಕ್ಷಿಸಿ ಅವರ ಹೃದಯವನ್ನು ಗೆದ್ದರು.
79
কুনাল-সোহাঃ কুনালের থেকে সোহা পাঁচ বছরের বড়। তাঁরা বিয়ে করেন ২০১৫ সালে। একটা মেয়েও আছে তাঁদের।
89
ধনুষ-ঐশ্বর্যঃ রজনীকান্তের মেয়েকে বিয়ে করেন ধনুষ। তেরো বছর তাঁদের বিয়ে হয়েছে। ঐশ্বর্য ধনুষের থেকে দু বছরের বড়।
99
ফারহান-আধুনাঃ ফারহানের থেকে আধুনা বড় ছিল ছয় বছরের। কিন্তু ১৫ বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়।