পর পর দুবার মিসক্যারেজ হয় কাজলের। প্রথম বার এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছিলেন কাজল। পাশে দাঁড়িয়েছিলেন অজয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও অন্তঃসত্ত্বা হন কাজল। কিন্তু সেবার যখন একই ঘটনা ঘটান তখন রাগ আর চেপে রাখতে পারেননি অজয় দেবগণ।
এমনই সময় হাতে আসে করণ জোহারের ছবি কাভি খুশি কাভি গম। সেখানে শাহরুখের বিপরীতে দেখা যায় কাজলকে।
59
ছবির শ্যুটিং-এ বেশ কয়েকটি নাচের সিক্যুয়েন্স ছিল। যা করাটা সেই অবস্থায় সম্ভ ছিল না কাজলের পক্ষে।
69
বার বার মানা করেছিলেন অজয় দেবগণ। কথাতে কোনও গুরুত্বই দেননি কাজল। এরপর সেটেই নাচতে গিয়ে হয় মিস ক্যারেজ।
79
খবর পেয়ে ছবির সেটেই ছুঁটে আসেন অজয়। সকলের সামনে টেনে চড় মারেন কাজলকে। করণের ওপর রাগ দেখিয়ে চলেও যান তিনি।
89
পরিস্থিতি সামলাতে বেশ কিছুটা সময় লাগে। বন্ধ ছিল কয়েকদিন কাভি খুশি কাভি গম ছবির শ্যুটিং।
99
এই ঘটনার জেরে শাহরুখের ও করণের সঙ্গেও সম্পর্ক খারাপ হয় অজয়ের। একে অন্যের সঙ্গে খুব একটা দেখাও যায় না এই তারকাদের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।