বলিউডের চাকচিক্কো সাধারণত আমাদের ধাঁধিয়ে দেয় অধিকাংশ সময়। তবে এই গ্ল্যামার ইন্ডাস্ট্রির পিছনে লুকিয়ে অসংখ্য রহস্য। দর্শকরা কেবল বাইরে থেকেই তারকাদের জীবনযাপন নিয়ে নানা চর্চা করতে থাকে। এই লাক্সারিয়াস জীবনযাপনের আড়ালে রয়েছে দেউলিয়ার হওয়ার বহু ঘটনা। জেনে নিন কোন কোন তারকারা দেউলিয়া হয়েছিলেন এক সময়।
অমিতাভ বচ্চনঃ অমিতাভ বচ্চনের দেউলিয়ার ঘটনার প্রায় সকলেই জানে। বিগ বি-র কোম্পানি এমিতাভ বচ্চন প্রাইভেট লিমিটেড বিভিন্ন কারণের জন্য দেউলিয়া হয়ে পড়ে। যার পর কৌন বানেগা ক্রোড়পতি তাঁর ভাগ্যের চাকা ঘোরায়।
28
শাহরুখ খানঃ 'রা ওয়ান' ছবির সময় নিজের প্রায় সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছিলেন ছবিটির পিছনে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় প্রায় দেউলিয়া হয়ে বসেছিলেন তিনি।
38
রাজ কাপুরঃ মেরা নাম জোকার ছবিটির কাজ ছয় বছর লেগেছিল শেষ করতে। ছবিটির পিছনে বিপুল অর্থ ব্যয় করলেও সেই সময় ফ্লপের তকমা পায়। তাঁর স্টুডিও সেই সময় ব্যাঙ্করাপ্টের দিকে চলে গিয়েছিল।
48
প্রীতি জিন্টাঃ নিজের প্রযোজনা সংস্থার ইশ্ক ইন প্যারিস ছবিটি করার পর সাংঘাতিক ফ্লপের খাতায় নাম লেখান প্রীতি। যার পর নিজের বাড়ি পর্যন্ত ভাড়া দিতে হয়েছিল তাঁকে।
58
গোবিন্দাঃ জনপ্রিয়তার শীর্ষে থাকার পরও এক সময় চরম দারিদ্রতার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। যার কারণে অটো, বাসেও যাতায়াত করতে হয়েছিল তাঁকে।
68
জ্যাকি শ্রফঃ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার থেকে টাকা ধার করার পর সেই টাকা সোধ করতে পারেননি তিনি। একাধিক ফ্ল্যাট বিক্রি করে সেই ধারের টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে।
78
শ্বেতা বসু প্রসাদঃ জনপ্রিয় শিশুশিল্পী হিসাবে পরিচিত ছিলেন তিনি। ২৩ বছর বয়সে এসে বলিউডে নাম না করতে পারায়, অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। পরিবারের পাশে দাঁড়াতে দেহব্যবসায় ঢুকে পড়তে হয়েছিল তাঁকে।
88
অভয় দেওলঃ ওয়ান বাই টু ছবিটি করতে গিয়ে সমস্ত সঞ্চয়ই প্রায় শেষ হয়ে গিয়েছিল। নিজের বাড়ি বিক্রি করে জীবনযাপন করতে হয় অভয় দেওলকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।