প্রেমের সম্পর্কে রাত্রীবাস, লিভ ইনে ছিলেন যে বলিউড তারকারা

বলিউডের একাধিক তারকা প্রেমের সম্পর্কে একে অপরের কাছাকাছি এসেছেন। কোনও সম্পর্কের পরিণতি ঘটেছে বিয়ে, কেউ কেউ আবার কয়েকদিন পরই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যে তারকাদের প্রেমের সম্পর্ক বেশ গভীরে পৌঁছে ছিল রইল তাঁদের খোঁজ। 

Jayita Chandra | Published : Mar 11, 2020 9:57 AM IST / Updated: Mar 11 2020, 03:53 PM IST
19
প্রেমের সম্পর্কে রাত্রীবাস,  লিভ ইনে ছিলেন যে বলিউড তারকারা
আমির খান ও কিরন প্রেমের সম্পর্কে থাকা কালিন দীর্ঘদিন একই সঙ্গে ছিলেন। সেখান থেকেই আরও মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক।
29
দীপিকার সঙ্গে ব্রেকআপের পর ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন রণবীর কাপুর। তাঁরাও দীর্ঘদিন লিভইন সম্পর্কে ছিলেন।
39
জনের সঙ্গে বিপাশার বিয়ের আগে তাঁরা বেশ কয়েকবছর লিভইন সম্পর্কে ছিলেন।
49
করিনা কাপুর ও সইফ আলি খান একে অন্যের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
59
সুস্মিতা বর্তমানে তাঁর প্রেমিক রোহামের সঙ্গেই থাকেন। শীঘ্রই তাঁরা বিয়ে করবেন বলে জল্পনা তুঙ্গে।
69
বিয়ের কয়েকমাস আগে থেকে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক সঙ্গে থাকার সিদ্ধান্স নেন।
79
সুশান্স সিং রাজপুত দীর্ঘদিন অঙ্কিতা লখ্যান্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন। তখনই তাঁরা লিভইনের সিদ্ধান্ত নেন।
89
সোহা আলি খান ও কুণাল খেমু একে অন্যের সঙ্গে বেশ কিছুদিন লিভইনে ছিলেন।
99
অনুরাগ কাশ্যপ ও কল্কি বিয়ের আগে লিভ ইনে ছিলেন। বর্তমানে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos