দীপিকার 'মাস্টারস্ট্রোক', নিজেকে আড়াল করে কীভাবে সংবাদমাধ্যমকে বোকা বানালেন 'পদ্মাবতী'

বড়সড় মাদকচক্রে উঠে এসেছে দীপিকা পাড়ুকোনের নাম । ইতিমধ্যেই  এনসিবি- র দফতরে পৌঁছে গেলেন দীপিকা পাড়ুকোন। সকাল ১০ টায় এনসিবি-র গেস্ট হাউজে হাজিরা দেওয়ার কথা ছিল দীপিকার। তবে তার ১০ মিনিট আগেই  পৌঁছে গেলেন দীপিকা। মিডিয়ার কড়া নজরদারি এড়িয়ে ১০ মিনিট আগে এনসিবি জেরায় পৌঁছে গেলেন দীপিকা। কিন্তু কেন? এই প্রশ্নই উঠে আসছে। চরম নাটকীয়তায় মধ্যেই নিজেকে আড়াল করে কীভাবে সময়ের আগে এনসিবি দফতরে ঢুকলেন দীপিকা, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Riya Das | Published : Sep 26, 2020 5:53 AM IST / Updated: Sep 26 2020, 11:27 AM IST
19
দীপিকার 'মাস্টারস্ট্রোক', নিজেকে আড়াল করে কীভাবে সংবাদমাধ্যমকে বোকা বানালেন 'পদ্মাবতী'

বলিউডের সঙ্গে মাদকযোগ নিয়ে জোর জলঘোলা শুরু  হয়েছে।সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি জেরায় বলিউডের বড়  বড় রাঘববোয়ালদের নামও ফাঁস করেছেন রিয়া চক্রবর্তী । 

29


সকাল ১০ টায় এনসিবি-র গেস্ট হাউজে হাজিরা দেওয়ার কথা ছিল দীপিকার। তবে তার ১০ মিনিট আগেই  পৌঁছে গেলেন দীপিকা। মিডিয়ার কড়া নজরদারি এড়িয়ে ১০ মিনিট আগে এনসিবি জেরায় পৌঁছে গেলেন দীপিকা।

39

সকাল থেকে দীপিকার অ্যাপার্টমেন্টে চোখ ছিল পাপারাৎজির। কিন্তু সময় যত বাড়ে জল্পনাও তত বাড়ে। সূত্র থেকে জানা যায় দীপিকা নাকি ভোর রাতেই বাড়ি থেকে বেরিয়ে যান। যাতে মিডিয়ায় কড়া নজরদার্ এড়িয়ে যেতে পারেন। 

49

বাড়ি থেকেই বেরোলেই যে মিডিয়ার মুখে পড়তে হবে তা আগেই জানা ছিল দীপিকার। তাই কায়দা করেই সংবাদমাধ্যমকে বোকা বানালেন পদ্মাবতী।

59

পূর্ব পরিকল্পিত ভাবেই সকাল বেলাতেই ৯.৫০ মিনিটে ধূসর সালোয়ার কামিজ পরে এনসিবি-দফতরে হাজির হন দীপিকা।

69

দীপিকার এই বড়সড় মাস্টারস্ট্রোক সম্বন্ধে কিছুই জানতে পারেননি সংবাদমাধ্যম। মিডিয়ার চোখে ধুলো দিতেই  এই পদ্ধতি নিয়েছেন  দীপিকা।

79

কোনও আড়ম্বর ছাড়াই ছোট গাড়ি করেই এনসিবি দফতরে পৌঁছান দীপিকা। শুধু তাই নয়, সংবাদমাধ্যমকে বোনা বানাতেই নিজের বাড়ির সামনে বড় গাড়ি দাঁড় করিয়ে রাখেন দীপিকা।

89

সূত্র থেকে জানা গেছে, দীপিকার পাড়ুকোনের ম্যানেজার করিশ্মাও আজ জেরায় থাকতে চলেছে। এমনকী করিশ্মা ও দীপিকাকে মুখোমুখি করারও সম্ভাবনা রয়েছে।

99

দীপিকার পাশাপাশি আজই প্রশ্নের মুখে পড়তে হবে বলি অভিনেত্রী সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকেও। সকাল ১১টায় এনসিবির মুম্বই সদর দফতর, ব্যালাড স্ট্রিটে হাজিরা দিতে বলা বয়েছে এই দুই নায়িকা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos