নায়িকার প্রেগন্যান্ট হওয়া মানে ঘরে বসে থাকা নয়, চুটিয়ে কাজ করা, করিনা কাপুরের দেখানো পথেই হাঁটছেন আলিয়া। নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘ডার্লিংস’ বা করণ মালহোত্রার ‘শামশেরা’, একা হোক বা বর রণবীর কাপুরের হাত ধরে, একের পর এক আসন্ন ছবির প্রচারে বেরিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন কিউট কুইন।