চলছে জেরা, শুক্রবার থেকেই তৎপর এনসিবি, তার সঙ্গেই পাল্লা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে মিডিয়া। এরই মাঝে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ছে রিয়া চক্রবর্কীর ওপর।
ভিড় বাড়ছে, বাড়ছে ঠেলাঠেলি। পরিস্থিতি কবলে রাখা সম্ভ নয়। রিয়া চক্রবর্তীকে এনসিবিতে আনতেই ভয়বহ দৃশ্য।
পর্দায় ধরা পড়ল এক অন্য চিত্র যা চিন্তা বাড়িয়ে তুলেছে নেটিজেনদের। করোনা পরিস্থিতির কথা কি সকলে ভুলে গেলেন!
রিয়া চক্রবর্তীকে যেভাপে ঝছেঁকে ধরা হয়েছে, তাতে কোথায় নিরাপত্তা। প্রশাসনকেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে।
অভিনেত্রী গোহর খান জানান, অতি বড় ক্রিমিনালকেও এমন ব্যবহার পেতে দেখিনি কখনও।
রোহিনী সিং লেখেন, অর্থের জন্য রাজনীতির স্বাস্থ্যে এভাবে একটি ২৮ বছরের মেয়েকে ব্যবহার করা হচ্ছে।
করিশ্মা তান্না লেখেন, দারুণ সামাজিক দূরত্ব। এর থেকে ভালো আর হতেই পারে না।
প্রযোজক মনীষ মুন্দ্রা সোশ্যাল মিডিয়ায় লেখেন- এতো খারাপ পরিস্থিতি যেন কারুর সঙ্গেই না হয়।
Jayita Chandra