ঝড়ের বেগে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা। গোটা দেশ জুড়ে প্রতিদিন প্রায় এক লক্ষ করে বাড়ছে আক্রান্ত। এমনই পরিস্থিতিতে বিপাকে বিটাউন।
একের পর এক তারকা করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। সদ্য আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। যার জেরে এবার পরিস্থিতি আবারও ফেরাতে চলেছে অতীতের স্মৃতি।
দীর্ঘ দিন ধরে বন্ধ সিনে জগত। নেই ছবির মুক্তি, নেই শ্যুটিং। এইভাবেই দিন কাটছিল বিটাউউনের। তারপর ধীরে ধীরে ছন্দে ফেরা।
মাত্র ৩০ তারপর ৫০ শতাংশ জনসংখ্যা নিয়ে খুলে দেওয়া হয় সিনেমাহল। সতর্কতা মেনেই চলতে থাকে ঢিলেতালে শ্যুটিং।
সময়ের সঙ্গে সঙ্গে সেই দুর্যোগ কাটার স্বপ্নই দেখছিল সকলে। তবে বছর ঘুরতেই ভয়াবহ পরিস্থিতি। বর্তমানে মহারাষ্ট্রে চালু করা হয়েছে নাইট কার্ফু। ফলে বন্ধ সিনেমাহল।
১০০ শতাংশ নয়, আবারও সিট কমিয়ে করা হল ৫০ শতাংশ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ভার্চ্যুয়াস মিটিং-এ কথা বললেন বিটাউনের সদস্যদের সঙ্গে।
আবারও নিরাপত্তার মধ্যে মানতে হবে একাধিক বিধিনিষেধ। অনেক বেশি কাস্ট ও ক্রু লাগে এমন দৃশ্য শ্যুট করা যাবে না।
শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সরকারি দফতর, তাই শ্রীঘ্রই যে আরও বড় কোপ পড়তে চলেছে সিনে দুনিয়ায় তা আর বলার অপেক্ষা রাখে না।