একটু হলেই বেরিয়ে আসত গোপনাঙ্গ, সাহসী পোজ দিয়ে হট অবতারে বানী, উন্মুক্ত ক্লিভেজে ঝড়

Published : Apr 04, 2021, 04:22 PM IST

বানী কাপুর, বলিউডে আত্মপ্রকাশ করার পর থেকেই একের পর এক ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। তাঁর ডান্স মুভ থেকে শুরু করে হট ফিগার, কিছুই বাদ পড়ে না ভক্তদের নজর থেকে। আর তার জেরেই ওয়ার ছবিতে ছক্কা হাঁকালেন বানী। 

PREV
110
একটু হলেই বেরিয়ে আসত গোপনাঙ্গ, সাহসী পোজ দিয়ে হট অবতারে বানী, উন্মুক্ত ক্লিভেজে ঝড়

পোশাক বিতর্কে নিত্যদিনই জরিয়ে পড়েন বিভিন্ন তারকারা। কখনও প্রশ্নের মুখে পড়ে তাঁদের স্টাইল  স্টেটমেন্ট, কখনও আবার প্রশ্নের মুখে পড়তে হয় পোশাক নির্বাচন নিয়ে। 

210

সেই তালিকাতে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন বানী কাপুর। সাহসী পোজ-এ একাধিকবার হয়েছেন ভাইরাল। 

310

হৃত্বিকের সঙ্গে ডান্স ফ্লোরও কাঁপিয়ে ছিলেন এক সময় এই অভিনেত্রী। একের পর এক ব্লকবাস্টার ছবি তাঁর ঝুলিতে। 

410

সম্প্রতি তিনি জুটি বেঁধেছেন অক্ষয় কুমারের সঙ্গে। পাইপ লাইনে রয়েছে একের পর ছবি। 

510

তবে কেবল সিনেমার পর্দাতেই নয়। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হট পোজে ছবি সেয়ার করে নজর কাড়ছেন বানী। 

610

উন্মুক্ত ক্লিভেজ থেকে শুরু করে হাইথাই স্লিভে হট অবতারে ঘুম কাড়ছেন বানী। হু-হু করে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে সেই খবর। 

710

সম্প্রতি তেমনই ফোটোশ্যুটে আবারও নজর কাড়লেন বানী। অঙ্কে কেবল মাত্র একটি সাদা শার্ট। 

810

গোপনাঙ্গ ঢাকতে রীতিমত ব্যবহার করতে হয়েছিল হাত। তবে এই সকল পোজে রীতিমত সাবলীল বানী। 

910

তাঁর হট হট ফিগারই যেন চাবুক। যেকোনও আউট ফিটেই তিনি সেরা। আর তার প্রমাণ পেতে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত জমছে ভিড়। 

1010

এবারও তার ব্যতিক্রম হল না। বানীর এই হট লুকের জাদুতেই কাবু বল নেটদুনিয়া। 

click me!

Recommended Stories