আউডি রাঠরঃ অক্ষয় কুমার নিজেই ছবির স্টান্ট করে থাকেন। তবে এই ছবিতে স্টান্ট করতে গিয়ে ছিটকে পড়েছিলেন অভিনেতা। তিনি অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত। অ্যাকশনই তাঁর রন্ধ্রে রন্ধ্রে। তাই একাধিস ছবিতে তিনি জীবনের ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু ভাগ্যের জোরে এমন কখনও ঘটেনি, যার জন্য তাঁর প্রাণ নিয়ে টানাটানি হয়।