করোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। গোটা বিশ্ব জুড়ে করোনার ত্রাস। যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে।  করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ।  বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এবার এগিয়ে এসেছেন বলি ইন্ডাস্ট্রি। প্রত্যেকেই  সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পুরোনো থেকে নিউকামার সকলেই একত্রে এগিয়ে এসেছেন করোনার লড়াইয়ে । কিন্তু মারণ রোগের লড়াই কোথায় যেন নিজেদের মধ্যে একে অপরকে টক্করের খেলায় পরিণত হচ্ছে। কে কার থেকে এগিয়ে এই নিয়েই যেন লড়াই আর দীর্ঘ হচ্ছে। একনজরে দেখে নিন আর্থিক সহয়তায় এগিয়ে রয়েছে কোন তারকারা।

Riya Das | Published : Mar 31, 2020 4:43 PM
118
করোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা
করোনা আতঙ্কে নিয়ে একবার নয়, একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউড শাহেনশাহ বিগ বি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ অমিতাভ। তবে প্রধানমন্ত্রী তহবিলে তিনি কত টাকা আর্থিক সাহায্য করেছেন তা এখনও জানা যায়নি।
218
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।
318
সকলের মধ্যে বি-টাউনের খানেরা কে-কী করছেন তা নিয়েই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সব খানেদের থেকে কটাক্ষের শিকার হয়েছেন শাহরুখ খান। তিনি জানিয়েছেন, কখনও কোনও অনুদান দিলে তা সোশ্যাল মিডিয়ার পাতায় খবরের আকারে বের হোক তা তিনি চান না। তিনি বরাবরই নিঃশব্দে কাজ করতে বিশ্বাসী। এমনকী তার সমস্ত দান, অনুদান কোথায় কী করলেন তা কাউকে জানাতে চান না।
418
আমির খানও পানি ফাউন্ডেশনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার মানুষকে যাতে জলের জন্য ভুগতে না হয় তার জন্য আমির কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী তহবিলে তিনি কত টাকা আর্থিক সাহায্য করেছেন তা এখনও জানা যায়নি।
518
বলিউডের ভাইজান ২৫ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন।
618
বলি হার্টথ্রব হৃতিক রোশন এন-৯৫ মাস্ক দিয়েছেন মুম্বই পুরসভার কর্মী অন্য সেবাকর্মীদের।
718
আয়ুষ্মান খুরানাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা করেছেন। তবে টাকার পরিমাণ জানাননি।
818
অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া ওনিক জোনাস পরপর ৪টি স্বেচ্ছাসেবী সংগঠনে অনুদান দিয়েছেন। তবে তাদের অনুদানের পরিমাণ কত, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
918
করোনার মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তবে কত টাকা দিয়েছেন তা জানা যায়নি।
1018
বিজেপি সাংসদ হেমা মালিনী তথা অভিনেত্রী ১ কোটি দিয়েছেন ত্রাণ তহবিলে।
1118
বলি অভিনেতা বরুণ ধাওয়ানও ৫৫ লক্ষ টাকা দিয়েছেন।
1218
অভিনেতা সানি দেওল ৫০ লাখ টাকা দিয়েছেন বলে জানা গেছে।
1318
করোনা ভাইরাসের লড়াইয়ে প্রধানমন্ত্রীর ফান্ডে ৩ কোটি টাকা দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা৷
1418
করোনা ভাইরাসের লড়াইয়ে প্রধানমন্ত্রীর ফান্ডে ২১ লক্ষ টাকা দিলেন শিল্পা শেট্টি ও তার স্বামী রাজ কুন্দ্রা ৷
1518
অভিনেতা কার্তিক আরিয়ানও সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটির অনুদান দিয়েছেন।
1618
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১ কোটির অনুদান দিলেন বলি অভিনেতা ভিকি কৌশল।
1718
সারা আলি খানও রয়েছেন এই তালিকায়। তবে তার অর্থের পরিমাণ জানা যায়নি।
1818
বলি অভিনেত্রী আলিয়া ভাটও ত্রাণ তহবিলে নিজের অনুদান জমা করেছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos