করোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা
সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। গোটা বিশ্ব জুড়ে করোনার ত্রাস। যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে। করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এবার এগিয়ে এসেছেন বলি ইন্ডাস্ট্রি। প্রত্যেকেই সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পুরোনো থেকে নিউকামার সকলেই একত্রে এগিয়ে এসেছেন করোনার লড়াইয়ে । কিন্তু মারণ রোগের লড়াই কোথায় যেন নিজেদের মধ্যে একে অপরকে টক্করের খেলায় পরিণত হচ্ছে। কে কার থেকে এগিয়ে এই নিয়েই যেন লড়াই আর দীর্ঘ হচ্ছে। একনজরে দেখে নিন আর্থিক সহয়তায় এগিয়ে রয়েছে কোন তারকারা।
করোনা আতঙ্কে নিয়ে একবার নয়, একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বলিউড শাহেনশাহ বিগ বি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ অমিতাভ। তবে প্রধানমন্ত্রী তহবিলে তিনি কত টাকা আর্থিক সাহায্য করেছেন তা এখনও জানা যায়নি।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।
সকলের মধ্যে বি-টাউনের খানেরা কে-কী করছেন তা নিয়েই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সব খানেদের থেকে কটাক্ষের শিকার হয়েছেন শাহরুখ খান। তিনি জানিয়েছেন, কখনও কোনও অনুদান দিলে তা সোশ্যাল মিডিয়ার পাতায় খবরের আকারে বের হোক তা তিনি চান না। তিনি বরাবরই নিঃশব্দে কাজ করতে বিশ্বাসী। এমনকী তার সমস্ত দান, অনুদান কোথায় কী করলেন তা কাউকে জানাতে চান না।
আমির খানও পানি ফাউন্ডেশনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার মানুষকে যাতে জলের জন্য ভুগতে না হয় তার জন্য আমির কাজ চালিয়ে যাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী তহবিলে তিনি কত টাকা আর্থিক সাহায্য করেছেন তা এখনও জানা যায়নি।