সলমন চেয়েছিলেন ঐশ্বর্যকে বিয়ে করতে, প্রস্তাব আসে দাদা হওয়ার, বিপদ থেকে বাঁচান শাহরুখ

শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছিল। সলমন খান ও ঐশ্বর্যের প্রেম কাহিনির কথা কম বেশি সকলেরই জানা। তাই এই খবর শুনে খানিক অবাক তো হতেই হয়। ঠিক একইভাবে চমকে গিয়েছিলেন খোদ সলমন খান।

Jayita Chandra | Published : Dec 27, 2020 2:25 AM IST / Updated: Dec 27 2020, 09:11 AM IST
18
সলমন  চেয়েছিলেন ঐশ্বর্যকে বিয়ে করতে, প্রস্তাব আসে দাদা হওয়ার, বিপদ থেকে বাঁচান শাহরুখ

সলমন খান ও ঐশ্বর্যের প্রেমকাহিনির কথা সকলেরই জানা। কিন্তু তাঁদের ভাই-বোন হওয়ার প্রস্তাবের কথা হয়তো অনেকেরই জানা নেই।

28

ঠিকই শুনেছেন। একবার ঐশ্বর্য ও সলমন খান রীতিমত ভাই-বোন হতে চলেছিলেন, সেই পরিস্থিতি থেকে সলমনকে করেছিলেন শাহরুখ খান। 

38

সাল ২০০০। তখন সলমন ও ঐশ্বর্যের প্রেমে এক কথায় হাবুডুবু খাচ্ছেন। ডেটিং-এও ব্যাস্ত।.

48

হাম দিল দে চুকে সলমন ছবির জন্য একের পর এক প্রস্তাব পাচ্ছেন তাঁরা। বিভিন্ন পরিচালকেরা চান এই জুটিকে নিয়ে ছবি করতে। 

58

এমনই খবর যখন সর্বত্র ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই সামনে উঠে এসেছিল এক ভিন্ন স্বাদের খবর। এক পরিচালক চেয়েছিলেন তাঁরা দুজন যেন ভাই বোনের পাঠই করেন। 

68

প্রস্তাব শুনে প্রথমে অবাক হয়েছিয়েছিলেন  সলমন খান। ছবির নাম ছিল জোশ। পরবর্তীতে সেই জায়গায় অভিনয় করতে রাজি হয়েছিলেন শাহরুখ খান। 

78

এক সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন, ছবিতে শাহরুখের জায়গায় সলমনের অভিনয় করার কথা ছিল ও ও চন্দ্রচুরের জায়গাতে আমির খানের। পরে কাস্ট বদল হয়ে যায়।

88

যদিও পরবর্তীতে কোনও চরিত্রেই আর এই জুটি একে অন্যের সঙ্গে কজ করতে রাজি ছিলেন না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos