বিয়ের ১৫ বছর, ছেলে মেয়েকে সঙ্গে করেই কি দ্বিতীয় হানিমুনে আমির-কিরণ

Published : Dec 26, 2020, 02:35 PM IST

দেখতে দেখতে কেটে ১৫ টা বছর। হাতে হাত রেখে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলেছেন আমির খান, কিরণ রাও। আগামী ২৮ ডিসেম্বর বিয়ের পনেরো বছর সম্পন্ন করতে চলেছেন আমির খান এবং কিরণ। করোনা আবহেও বিয়ের পনেরো বছর সম্পন্ন করার উপলক্ষেই শহরের বাইরে ছুটি কাটাতে চললেন আমির এবং কিরণ। অবশ্য এবারে কেবল তাঁরা দু'জনেই নন, রয়েছে ছেলে মেয়েও। সেই ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়। 

PREV
19
বিয়ের ১৫ বছর, ছেলে মেয়েকে সঙ্গে করেই কি দ্বিতীয় হানিমুনে আমির-কিরণ

আমির খানের সঙ্গে কিরণ, আজাদ এবং ইরাকে দেখা গিয়েছে। বেশ কয়েকদিনের জন্যই ছুটি কাটাতে যাচ্ছেন তাঁরা। 

29

আর পাঁচজন তারকাদের মত এয়ারপোর্ট লুক নিয়ে ভাবার কোনও ইচ্ছেই নেই তাঁদের। 

39

বরং ক্যাজুয়াল লুকেই মাত দিলেন সকলকে। সাধারণ জিনস, টিশার্ট, জ্যাকেটেই দেখা গিয়েছে গোটা পরিবারকে। 

49

লাল সিং চাড্ডা ছবির অনেকাংশের শ্যুটিং সেরে রওনা দিয়েছেন নিজেদের ভ্যাকেশনে। 

59

হলুদ রঙের পুলওভারে দেখা যাচ্ছে আমিরকে, অন্যদিকে ধূসর রঙের পোশাকে দেখা গেল কিরণকে। 

69


মেয়ে ইরাকেও ধরা গিয়েছে পাপারাৎজির ক্যামেরায়। আমিরের হাত ধরে বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে ছোট্ট আজাদও।

79

কেবল ছেলে মেয়েকে নিয়েই নয়, ভাগ্নে ইমরান খান ও তাঁর মেয়েও রয়েছে সঙ্গে। 

89

ইমরানকে একেবারে অন্য অবতারে দেখা গেল বিমানবন্দরে। চুল একেবারে ছোট ছোট করে কাটা। 

99

মাস্ক ও সানগ্লাসে মুখ ঢেকে ফেলেছেন সম্পূর্ণ। মেয়েকে লাগেজ ট্রলিতে বসিয়ে পাপারাৎজির ক্যামেরাকে এড়িয়ে চলে গেলেন ইমরান।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories