কাটাছেড়া পোশাক পরে একাধিকবার লাইমলাইটে উঠে এসেছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। এবারও তার অন্যথা হল না। উন্মুক্ত শরীরে হলুদ পোশাকে অভিনেত্রীকে দেখে রীতিমতো ঘাম ঝরছে ভক্তদের।
611
বলি অভিনেত্রী উর্বশী (Urvashi Rautela) তার স্টাইল স্টেটমেন্টের জন্য ইতিমধ্যেই পরিচিত। অভিনেত্রীর যে কোন পোস্টেই লাইক ও কমেন্টের সংখ্যা ক্রমশ বেড়েই যায়। ২০২১ সালের পৃথিবীর সেক্সিয়েস্ট সুপার মডেল ১০-এর মধ্যে উর্বশী রাউতেলা প্রথম স্থান অধিকার করেছে।
711
নিজের ভক্তদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত উর্বশী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। কখনও বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে কিংবা পিঠ খোলা হট অবতারে ভক্তদের জন্য নয়া নয়া ছবি পোস্ট করেই বাজিমাত করছেন উর্বশী রাউতোলা (Urvashi Rautela) ।
811
হটনেস বম্ব বললে কিছু কমই বলা হবে তাকে। সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্যানবেস ধরে রাখতে একের পর এক হটনেস ভিডিও পোস্ট করেন উর্বশী (Urvashi Rautela)। মুহূর্তের মধ্যে তার যে কোনও ছবি বা ভিডিওতে লাইকের সংখ্যা হয় আকাশছোঁয়া। ফ্যান-ফলোয়ারের সংখ্যাও বেড়েই চলেছে উর্বশীর।
বলি সুন্দরীর পারিশ্রামিক এতটাই বেড়েছে যে বলিউডের তাবড় তাবড় নায়িকার তার কাছে হার মানবে।তামিল ইন্ডাস্ট্রিতে নিজের প্রথম ছবির জন্যই ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela), যা তামিল সিনেমার অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।
1111
বলি সুন্দরীর পারিশ্রামিক এতটাই বেড়েছে যে বলিউডের তাবড় তাবড় নায়িকার তার কাছে হার মানবে।তামিল ইন্ডাস্ট্রিতে নিজের প্রথম ছবির জন্যই ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela), যা তামিল সিনেমার অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।