অভিনয় জগতে চার বছরেই ২০০ কোটির ক্লাবে ভিকি কৌশল , জন্মদিনে রইল কেরিয়ার গ্রাফ

Published : May 16, 2019, 07:33 PM ISTUpdated : May 16, 2019, 10:09 PM IST

ভিকি কৌশলের ৩১ তম জন্মদিন ইতিমধ্যেই বলিউডে পার চারটি বছর কেমন ছিল কেরিয়ার গ্রাফ

PREV
16
অভিনয় জগতে চার বছরেই ২০০ কোটির ক্লাবে ভিকি কৌশল , জন্মদিনে রইল কেরিয়ার গ্রাফ
১৯৮৮ সালে ১৬ই মে মুম্বই-এ জন্ম ভিকি কৌশলের। ছোট থেকেই তাঁর রোল-ক্যামেরা ও অ্যাকশনের প্রতি টান ছিল প্রবল। জীবনে প্রথম কাজ, পরিচালক অনুরাগ কাশ্যপের সহযোগী পরিচালক হিসাবে কাজ করা।
26
৪ বছরের ফিল্মি কেরিয়ারে ক্রমেই উর্দ্ধমুখী ছিল তাঁর গ্রাফ। মোট ১২টি ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করেছেন তিনি। প্রথম ছবি ছিল 'গ্য়াং অফ ওয়াশিপুর'। কিন্তু, সেই ছবিতে সেভাবে নজরে পড়েননি তিনি। 'মাসান' ছবিটি তাঁর অভিনয় ক্ষমতাকে সামনে নিয়ে আসে। এরপর বিভিন্ন ছোটখাটো ওয়েব সিরিজ ও অ্যাড ফিল্মে কাজ করছিলেনয। 'সঞ্জু' ছবিটি তাঁকে কেরিয়ারে ব্রেক থ্রু এনে দেয়।
36
দু'টি ব্লক-বাস্টার ছবির অধিকারী এই তারকা। 'রাজি', 'উড়ি' ছবিতে তাঁর অভিনয় নজর প্রশংসা পেয়েছে।
46
ব্লকবাস্টার ছবি 'উড়ি'-তে মুখ্যচরিত্রে অভিনয় করেন ভিকি। এই ছবি ২০০ কোটি টাকার ক্লাবে জায়গা করে দিয়েছে তাঁকে।
56
জন্মদিনে ভিকি নিজের এই ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ৩১তম জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যেতে থাকে ভিকি-র সোশ্যাল মিডিয়ার পেজ।
66
সঞ্জু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন ভিকি। অভিনয় এতটাই শক্তিশালী হয়েছিল যে অনেকে এমন রায়ও দেন যে শুধুমাত্র ভিকির জন্যই ছবিটি বারবার দেখা যায়। ওয়েব সিরিজেও অভিনয় করেন ভিকি, 'লাভ পার স্কোয়ার ফিট'-এ কেন্দ্রিয় চরিত্রে ছিলেন তিনি।
click me!

Recommended Stories