সুশান্ত মৃত্য তদন্ত, টানা ৮ ঘণ্টা রিয়ার মা-বাবাকে জেরা, সিবিআই কি পেল খুনের সূত্র

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে এক কথায় তোলপাড় হচ্ছে নেটদুনিয়া। একের পর এক নয়া তথ্য সামনে উঠে আসছে বিভিন্ন মানুষের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, কিংবা বয়ান থেকে। যার ভিত্তিতেই সুশান্ত মৃত্যুর তদন্তের কেসে এবার মাঝে নেমে পড়েছিল সিবিআই, কী জানাচ্ছেন আধিকারিকরা... 

Jayita Chandra | Published : Sep 2, 2020 7:51 AM / Updated: Sep 02 2020, 07:53 AM IST
18
সুশান্ত মৃত্য তদন্ত, টানা ৮ ঘণ্টা রিয়ার মা-বাবাকে জেরা, সিবিআই কি পেল খুনের সূত্র

সুশান্ত সিং রাজপুতের কেসে একাধিক নয়া মোড়। মোটের ওপর ইতিমধ্যেই ৩৫ ঘণ্টা জেরার মুখে পড়তে হয়েছে রিয়া চক্রবর্তীকে। 

28

পরবর্তীতে আবারও ডাকা হতে পারে রিয়াকে। মাদকচক্রে রয়েছে তাঁর যোগ, এমনটাই প্রাথমিক অনুমান সিবিআইয়ের।

38

তবে সুশান্ত সিং রাজপুতের কেসের সঙ্গে আরও কোনও কোনও লিঙ্ক রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখার জন্যই সিবিআই মঙ্গলবার তলব করে রিয়ার মা-বাবাকে। 

48

মঙ্গলবার বেলা ১১ টা নাগাত গেস্টহাউসে পৌঁচ্ছতে দেখা যায় তাঁদের। টানা আট ঘণ্টা ধরে জলতে থাকে জেরা। সন্ধে সাতটায় গেস্ট হাউস ছাড়েন তাঁরা। 

58

সিবিআই সুত্রের খবর, এখনও পর্যন্ত মেলেনি খুনের তেমন কোনও সূত্র, তবে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল কি না তাই এখন নজরে সিবিআই-এর। 

68

একাধিক তথ্য প্রমাণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি দফায় দফায় জেরা চলছে, মিলিয়ে দেখা হচ্ছে সকলেরই বয়ান। অসংলগ্নতা লক্ষ্য করলেই তা নিয়ে চেপে ধরা হবে বলেই সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়। 

78

ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। যার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বর্তমানে। 

88

অর্থ তচ্ছরূপ থেকে শুরু করে সুশান্তকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা, কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতাকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে জেরা চালাচ্ছে সিবিআই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos