সুশান্ত সিং রাজুপতের মৃত্যু তদন্তে বড় জিত ভক্ত এবং দেশবাসী। সম্প্রতি সুপ্রিম কোর্টের সিলমোহর পড়েছে সিবিআই তদন্তে। এই যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন গুটিকতক তারকারাও। ইডি-র জেরা এবং সিবিআই তদন্ত ক্রমশ এগোতেই বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ইডি ইতিমধ্যে জেরা করেছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, সুশান্ত এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি সহ অনেককেই। সুশান্তের পরিবার বনাম রিয়া এখন তুঙ্গে। সুশান্তের মৃত্যুর বিচার চাইতে আওয়াজ তুলেছে দেশবাসী সহ একাংশ অভিনেতা অভিনেত্রীও। স্টারকিডদের মধ্যে সিবিআই তদন্তকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন বরুণ ধাওয়ান সহ পরিনীতি চোপড়াও।