সত্যি কি অবসাদে ভুগছিলেন সুশান্ত, এবার মনের ময়নাতদন্ত করাবে সিবিআই, অতীতে যা বিরল
সুশান্ত সিং রাজপুতের মনের এবার ময়না তদন্ত করা হবে। সুশান্তের আত্মহত্যা নিয়ে একাধিক তথ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। তিনি কী সত্যি মানসিক অবসাদে ভুগছিলেন বর্তমানে উঠছে প্রশ্ন। এবার সেই দিকে নজর দিয়েই বিরল ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।