পারফেকশনিস্ট আমির খান। বিতর্ক থেকে শতহস্তে দূরে থাকেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের মারপ্যাঁচেও ফেলা মুশকিল তাঁকে। বিতর্কিত বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করলেও তাঁর প্রেমকাহিনি তাঁকে দূরে থাকতে দেয়নি। রীনা দত্তর সঙ্গে তাঁর প্রেমালাপ বহুচর্চিত ছিল এক সময়। সেখান থেকে বিয়ের বন্ধনে তাঁদের আবদ্ধ হওয়া। দুই ছেলে মেয়ে জুনেইদ এবং ইরাকে নিয়ে সুখী সংসার। হঠাৎই জীবনে এসেছিলেন কিরণ রাও। লাগান ছবির সেটে রীনার বর্তমানেই শুরু হয় কিরণ ও আমিরের প্রেম। সূত্রের খবর, আমির রীনার পিঠ পিছনেই এই প্রেমালাপ চালাতে থাকেন।