Christmas 2021: পার্টি লুকে নিজেকে সাজিয়ে তুলতে চান, মিলবে সেলেব প্রোফাইল থেকে সাজেশন

Published : Dec 22, 2021, 05:27 PM IST

সামনেই একের পর এক উৎসবের মরসুম। বড়দিন থেকে শুরু করে নতুন বছর। আর ঠিক এই সময়ই নিজেকে সাজিয়ে নেওয়ার পালা। নানান রকমের পার্টি থেকে আসে নিমন্ত্রণ আর নয়তো সেলিব্রেশনে মেতে ওঠা। এই সময় ঠিক কেমন সাজ হলে ভালো হয় ভাবছেন, রইল কিছু সেলেব প্রোফাইল থেকে সাজেশন। 

PREV
19
Christmas 2021: পার্টি লুকে নিজেকে সাজিয়ে তুলতে চান, মিলবে সেলেব প্রোফাইল থেকে সাজেশন

মালাইকা আরোরা- মালাইকা সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বেশ কিছুটা স্পষ্ট হয়ে যাবে সেলিব্রেশন মুডে ঠিক কোন পোজ কোন লুক কোন হেয়ার স্টাইল এককথায় হয়ে উঠতে পারে পারফেক্ট। তাই এই ছেলে বেসো শালপাতায় একবার নজর রাখা যেতে পারে।

29

অনন্যা পান্ডে- মেসি হেয়ার স্টাইল পাশাপাশি হালকার লুকে বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মত পারফেক্ট ফ্রেমে কিভাবে নিজেকে তুলে ধরতে হয় তার নজির মিলবে সহজে। একটি গ্লাজি পোশাক সঙ্গে হালকা মেকআপ টাচাপে হতে পারে নাইট পার্টি হিট।

39

ভূমি পেডনেকার- অনেকেই আছেন যারা খুব একটা সাজদে পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে ভূমির এই লোক হতে পারে পার্টির জন্য পারফেক্ট। বোল্ট কোন রংয়ের পোশাক, সঙ্গে ম্যাস আই, এক্ষেত্রে চুল নিয়ে একটু বিশেষ যত্নশীল হতে হবে।

49

বিদ্যা বালান- অনেকেই আছেন যারা ওয়ান পিস কিংবা পার্টি লোকের পোশাক খুব একটা পছন্দ করেন না, তারা একটি গ্লোজি শাড়িকেই খুব সুন্দরভাবে পার্টি লুকে পরে ফেলতে পারেন। বিদ্যার এই বোল্ট লুক আপনার এবছরের ফ্যাশন হতেই পারে।

59

দীপিকা পাড়ুকোন- অনেক পার্টি লাউড হয়ে থাকে, সেখানেই পার্টিসিপেট করা মানেই ডার্কনেস নয়। সঙ্গে একটু ভারী গয়না ও হালকা রঙের পোশাকে বেশ ব্রাইট লাগতে পারে আপনাকে পার্টিতে। আর এই ধরনের পোশাকের জন্য দীপিকার থেকে সাজেশন নেওয়া যেতেই পারে।

69

সারা আলি খান- টিনেজ ফ্যাশনের কথা যদি ওঠে তবে সারা আলি খান এর থেকে বেশ কিছু সাজেশন মিলতে পারে। কারণ সব রকমের পোশাক কিভাবে ঠিকভাবে ক্যারি করা যায় তার উত্তর মেলে এই সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার পাতায়। 

79

তারা সুতারিয়া- খুব সাধারণ লোকে কেবলমাত্র পোশাক ও হালকা মেকআপ পার্টির প্রাণকেন্দ্র হয়ে ওঠা যায় তার পারফেক্ট নমুনা হলো তারা সুতারিয়া। তার লুকে পার্টিতে সকলের নজর কারা খুব সহজ। 

89

নোরা ফাতেহি- বেশ খানিকটা বোল্ড পোশাক যারা পছন্দ করেন তাদের মধ্যে অন্যতম হলেন নোরা ফাতেহি। যার ফলে নোরার পারফেক্ট ফিগার অনেকেরই নজরে। গ্লাসি রংয়ের পোশাক নোরা ফাতেহির খুব পছন্দের। তাই তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলে এরাম বেশ কিছু নমুনা পাওয়া যাবে।

99

সোনাম কাপুর- বি-টাউনের ফাশনিস্টা বললে খুব একটা ভুল বলা হবে না। তার ফ্যাশন স্টেটমেন্টের মধ্যে থাকে সব রকমের পোশাক। তবে হালকা সাজে ডিজাইনার পোশাকে কিভাবে নিজেকে পাঁচজনের থেকে আলাদা করা যায় তা খুব ভালো করেই জানেন সোনাম।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories