সানি লিওনের রূপের জাদুতে মুগ্ধ সকলেই। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তবে কেবলই রূপ নয়, তাঁর নিখুঁত মসৃণ ত্বকের পেছনের রহস্য কী, প্রশ্ন জাগে প্রতিটি ভক্তের মনেই। এবার সেই রহস্য নিজেই ফাঁস করলেন জানালেন তিনি কীভাবে রূপচর্চা করে থাকেন।
পর্দায় পা রাখার পর থেকে যেন জনপ্রিয়তা আরও তুঙ্গে উঠেছে সানি লিওনের। অতীত ফেলে এখন তিনি বি-টাউনের অন্যতম অভিনেত্রী।
211
যেমন লুক, তেমনই তাঁর স্টাইল স্টেটমেন্ট। নয়া লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি মাঝে মধ্যেই।
311
যেমন রূপ ঠিক তেমনই তাঁর ত্বক। এই অপরূপ সৌন্দর্যের রহস্য কী, জানতে আগ্রহী সকলেই। এবার সেই রহস্যই করলেন সানি।
411
কীভাবে তিনি নিজের ত্বককে ঠিক রাখেন, শরীর চর্চাই বা করেন কীভাবে, ঘন ঘন পার্লার যাওয়া, নাকি ঘরোয়া রূপ চর্চা, নিজেই জানালেন তিনি।
511
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সানি লিওন। তিনি জানান, যে ত্বক নিয়ে তিনি বড় বেশি যত্নশীল।
611
রূপচর্চা নিয়ে কোনো রকমের আপস নয়। আয়ুর্বেদিক, ঘরোয়া টিপসেই বেশি বিশ্বাস করেন সানি লিওন।
711
কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিলেও তা দুবার খতিয়ে দেখা উচিত। সানি স্পষ্টই জানান যে অধিকাংশ সময়ই বিশেষজ্ঞের পরামর্শ সঠিক হয় না। যার ফলে সমস্যার মুখে পড়তে হয় অনেককেই।
811
যদিও বা কোনও বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন হয়, তবে নিঃসন্দেহে তা দুবার যাচাই করে দেখে নেওয়া উচিত।
911
দামি প্রডাক্ট মানেই যে তা খুব উপকারী হবে, এই ধারনা ভূল। ত্বককে ঠিক রাখার জন্য ভেষজ পদ্ধতি সব থেকে বেশি কার্যকরি।
1011
ফলে বোঝাই যা যে সানি খুব একটা ত্বক নিয়ে পার্লার মুখি নন। মাঝে মধ্যে টাচআপ প্রয়োজন হলেও ঘরোয়া পদ্ধতিতেই বিশ্বাস রাখেন তিনি।.
1111
সুযোগ পেয়ে শাহরুখ খান যেমন আমির খান সম্পর্কে বলতে পিছু পা হন না, তেমনই আমির খান খুব একটা পছন্দ করেন না শাহরুখকে নিয়ে কথা বলতে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।