Nora Fatehi : বিছানা থেকে উঠতে পারছেন না, কোভিড পজিটিভ হয়েও চরম ট্রোলড নোরা ফতেহি

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের সাকি গার্ল নোরা ফতেহি। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন নোরা ফতেহিবেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি ছিলেন নোরা  ফতেহি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন কুসু কুসু গার্ল। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিছানা ছেড়েও উঠতে পারছেন না বলিউডের বেলি ডান্সার।  তবে করোনায় আক্রান্ত হওয়ার পরও চরম ট্রোলের মুখে পড়লেন নোরা। কারণ জানলে আপনিও চমকে যাবেন।
 

Riya Das | Published : Dec 31, 2021 1:35 PM
110
Nora Fatehi : বিছানা থেকে উঠতে পারছেন না, কোভিড পজিটিভ হয়েও চরম ট্রোলড নোরা ফতেহি

 নতুন বছরের শুরুর আগেই হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের সাকি গার্ল নোরা ফতেহি (Nora Fatehi) । সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন নোরা ফতেহি। যা সামনে আসা মাত্রই জোর জল্পনা শুরু হয়েছে। 

210

বলিউডে বেশ কড়া থাবা বসিয়েছে করোনা ভাইরাস। সম্প্রতি নিজের ইনস্টা স্টোরি নোরা  (Nora Fatehi) জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। কোভিডের প্রভাব বেশ ভালই পড়েছে তার শরীরে। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই সবটা করছেন নোরা। 

310

বিগত কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিছানা ছেড়েও উঠতে পারছেন না বলিউডের বেলি ডান্সার (Nora Fatehi) । করোনায় আক্রান্ত হয়েই সকলকে কোভিড নিয়মবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন নোরা। তবে করোনা একেক জনের শরীরে একেক রকমের প্রভাব ফেললেও নোরার শরীর বেশ বড়সড় প্রভাব ফেলেছে এই করোনা ভাইরাস। 

410


আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নোরা (Nora Fatehi)। সার্কি গার্ল বলেছেন, স্বাস্থ্যের থেকে এই মুহূর্তে জরুরি আর কিছু নেই। করোনা যে হারে চোখ রাঙাচ্ছে তাতে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন  বলিউডের সাকি গার্ল নোরা ফতেহি।

510

বেশ কয়েকদিন ধরেই ঘরবন্দি ছিলেন নোরা  ফতেহি। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে রয়েছেন কুসু কুসু গার্ল। কোভিড পজিটিভ হওয়ার পর থেকেই কোভিডের সমস্ত গাইডলাই মেনে চলছেন নোরা। তবে হালকা নয় বরং করোনা বেশ জাকিয়ে প্রভাব বিস্তার করেছেন নোরার শরীরে,তেমনটাই  জানিয়েছেন বলি অভিনেত্রী (Nora Fatehi) ।

610

তবে করোনায় আক্রান্ত হওয়ার পরও চরম ট্রোলের মুখে পড়লেন নোরা (Nora Fatehi)। নোরার পোস্ট দেখেই নেটিজেনরা তাকে ট্রোল করতে শুরু করেছেন। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, 'গুরু রানধাওয়া এখন কোথায়?' অন্য একজন লিখেছেন, 'এবার গুরুর কী হবে? '
 

710

বেশ কিছুদিন ধরেই নোরা ফতেহির  (Nora Fatehi) সঙ্গে গুরু রানধাওয়ার (Guru Randhawa)  প্রেমের গুঞ্জন শুরু হয়েছে  বলিপাড়ায়। এমনিতেও নোরা ও গুরু রানধাওয়ার কেমিন্ট্রি বেশ নজর কাড়ে নেটিজেনদের। 

810

এর আগেও গুরুর (Guru Randhawas) মিউজিক ভিডিওতে নজর কেড়েছিলেন নোরা (Nora Fatehi) , যা সুপারহিট হয়েছিল। সম্প্রতি গুরুর রানধাওয়ার মিউজিক ভিডিও ডান্স মেরি রানি-তে দেখা গেছে নোরাকে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবং সেই কারণেই গুরুকে নিয়ে নোরাকে  ট্রোল করেছেন নেটিজেনরা।

910

একাধিক মন্তব্যে ভরে গিয়েছে নোরার সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু নোরা কোনও কিছুকেই পাত্তা দিতে নারাজ। আপাতত সুস্থ হওয়ার প্রচেষ্টাতেও রয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi)  ।

1010


নোরার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে করোনার সমস্ত প্রোটোকল মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi) এবং চিকিৎসকের পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছেন নোরা ফতেহি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos