সলমনের জন্যই প্রেম অর্জুন-মালাইকার, ভাইয়ের সংসার ভাঙবে বোঝার আগেই সব শেষ

Published : Mar 27, 2020, 11:41 AM ISTUpdated : Mar 27, 2020, 11:52 AM IST

সম্পর্কের জল কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায় তা বোঝা দায়। এমনই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল সলমন খানকে। প্রথমটাতে বুঝতেই পারেননি তিনি খাল কেটে কুমির নিয়ে আসছেন। এমনটাই ঘটেছিল মালাইকা-অর্জুনের ক্ষেত্রে। 

PREV
19
সলমনের জন্যই প্রেম অর্জুন-মালাইকার, ভাইয়ের সংসার ভাঙবে বোঝার আগেই সব শেষ
সলমন খান বলিউডে হাতে ধরে কাজ শিখিয়েছেন একাধিক তারকাকে। তার মধ্যে অন্যতম হলেন অর্জুন কাপুর।
29
আর সেই সাহায্যের হাত বাড়াতে গিয়েই নিজের ভাইয়ের সংসার ভেঙে যাবে এমনটা বুঝতেই পারেননি সলমন খান। সবটা বোঝার আগেই শেষ হয়ে গিয়েছিল।
39
অর্জুন কাপুর ও মালাইকার সম্পর্কের খবর সকলেরই জানা। কিন্তু তাঁরা এটা অনেকেরই জানা নেই এই সম্পর্ক গড়ে তোলার পেছনে রয়েছেন সলমন খান। নিজের অজান্তেই অর্জুনকে দিয়েছিলেন আশ্রয়।
49
সলমন খান পরিবারের সকলকে নিয়ে গ্যালাক্সিতে থাকতে পছন্দ করেন। তাঁর সঙ্গে থাকতেন তাঁর ভাই আরবাজ ও তাঁর স্ত্রী মালাইকা।
59
অর্জুন কাপুরকে অভিনয়ের তালিম দেওয়া জন্য সেখানেই ডেকে পাঠিয়েছিলেন সমলন খান। প্রথম আলাপ হয় মালাইকার সঙ্গে।
69
এরপর দীর্ঘ দিনের আসা যাওয়া। মধ্যে বয়সের ফারাক বারো বছর। তাই আর তাঁদেরকে সন্দেহ করার কথা মাথায় আসেনি ভাইজানের।
79
অথচ সলমন খানের নাকের তলাই তৈরি হচ্ছিল মালাইকা ও অর্জুনের নয়া কাহিনি। যা পরবর্তীতে সকলের সামনে আসে। আরবাজও জানতে পাারেননি কিছুই।
89
মুহূর্তে ভেঙে ছিল সম্পর্ক। কোথাও গিয়ে যেন সেই আক্ষেপ আজও কাজ করে সলমন খানের মনে। বাড়িতে তিনি নিজেই ঢুকিয়েছিলেন অর্জুনকে।
99
বর্তমানে মালাইকা ও অর্জুন একই সঙ্গে থাকেন। লিভইনের সম্পর্কের পর ও বিয়ে নিয়ে কোনও কথাই প্রকাশ্যে জানাননি তাঁরা।
click me!

Recommended Stories