'মাসহুর তেরি ড্রাগস কি কাহানি হো গ্যায়ি', মাদক তালিকায় নাম উঠতেই ট্রোল দীপিকা

Published : Sep 23, 2020, 12:55 PM ISTUpdated : Sep 23, 2020, 01:47 PM IST

ড্রাগ কেসে রিয়া চক্রবর্তীর গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে এসেছে ২৫ তারকার নাম। তবে সম্পূর্ণ লিস্ট সামনে না এলেও, এবার একে একে সেলেব মহলের বোল খুলছে। তবে মঙ্গলবার দীপিকা পাড়ুকোনের নাম সামনে আসতেই তাই ভাইরাল হয়ে ওঠে নেট পাড়ায়। ট্রোলে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। 

PREV
18
'মাসহুর তেরি ড্রাগস কি কাহানি হো গ্যায়ি', মাদক তালিকায় নাম উঠতেই ট্রোল দীপিকা

মাদককাণ্ডের দীপিকার নাম উঠে আসতে শোরগোল পড়েছে নেট পাড়ায়। মুহূর্ত ছড়িয়ে পড়ে খবর।

28

ভাইরাল হয়ে ওঠেন দীপিকা পাড়ুকোন। তার সিনেমার একাধিক দৃশ্য থেকে সংলাপ হতে ভাইরাল। দীপিকার ছবির গান তুলে ধরে কোড করা হয়, পাশে জুড়ে যান জয়া।

38

চেন্নাই এক্সপ্রেস বিখ্যাত সংলাপ থাংবলি দীপিকার লুক ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

48

নিস্তার মেলেনি জে এন ইউ কান্ড থেকেও। উঠে আসে দীপিকার ডিপ্রেশনের প্রসঙ্গ। 

58

ট্রোলের তালিকা থেকে বাদ পড়েন নাম রণবীর সিং। দীপিকার সঙ্গে বিয়ে হবার আগে তার লুক এক, কিন্তু বিয়ের পরেই ভোল বদল। 

68

ভাইরাল হয়ে ওঠা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখান থেকে উঠে আসে দীপিকার নাম, সেখানেই তিনি লিখেছিলেন মাল আছে কি! তাও মিমে পরিবর্তন হয়।

78

বাদ পড়েনি বাজিরাও মাস্তানি ছবির গান। ইসক মুহূর্তে হয়ে ওঠে ড্রাগ। 

88

দীপিকার এ খবর ছড়িয়ে পড়ার পর তার পরিস্থিতি ঠিক কেমন হয়েছে তা নিয়ে লুক শেয়ার হয় নেট পাড়ায়।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories