Published : Sep 23, 2020, 12:55 PM ISTUpdated : Sep 23, 2020, 01:47 PM IST
ড্রাগ কেসে রিয়া চক্রবর্তীর গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে এসেছে ২৫ তারকার নাম। তবে সম্পূর্ণ লিস্ট সামনে না এলেও, এবার একে একে সেলেব মহলের বোল খুলছে। তবে মঙ্গলবার দীপিকা পাড়ুকোনের নাম সামনে আসতেই তাই ভাইরাল হয়ে ওঠে নেট পাড়ায়। ট্রোলে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা।