'ওরা আমায় মেরে ফেলবে', মৃত্যুর আঁচ আগেই পেয়েছিলেন সুশান্ত, দিদিকে কীসের ইঙ্গিত দিয়েছিলেন

Published : Sep 23, 2020, 12:00 PM IST

ক্রমেই জটিল হয়ে উঠছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত। এখনও স্পষ্ট নয় তিনি আত্মহত্যা করেছেনে অবসাদের জেরে না, প্রতচনার কবলে পড়ে, নাকি, সুশান্তকে মৃত্যুর মুখে ঢোলে পড়তে হয়েছে গোপন তথ্য জেনে যাওয়ার ফলে!

PREV
19
'ওরা আমায় মেরে ফেলবে', মৃত্যুর আঁচ আগেই পেয়েছিলেন সুশান্ত,  দিদিকে কীসের ইঙ্গিত দিয়েছিলেন

সমাধান নয় ক্রমেই জটিল হয়ে উঠছে সুশান্ত কেস। দিশার মৃত্যুর পর ঠিক কী ঘটেছিল, তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

29

পরপর দুই মৃত্যু, প্রথমের দিশার মৃত্যু আত্মহত্যা বলে জানানো হলেও পরবর্তীতে তদন্ত নয়া মোড় নেয়। আবারও খোলা হয় দিশার কেস।

39

সম্প্রতি প্রত্যক্ষদর্শী বিস্ফোরক বয়ান জানান, শ্লীলতাহানি করে খুন করা হয়েছে দিশাকে। তবে কি সে বিষয়ে কিছু জানতে পেরেছিলেন সুশান্ত।

49

উঠছে প্রশ্ন, কেন এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো অভিনেতা কে? এটার চাঞ্চল্য ছড়ালো সুশান্তের দিদির মেসেজ। 

59

মৃত্যুর ঠিক পাঁচদিন আগেই সুশান্ত জানিয়েছিলেন তাকে মেরে ফেলা হবে। লিখেছিলেন ওরা আমায় বাঁচতে দেবে না।

69

এই ওরা কারা, কেন শান্তি বাঁচতে দেবে না, কী এমন জানতেন সুশান্ত! তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছি এমনি হাজারো প্রশ্ন।

79

১৪ তলার উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দিশা। অথচ ঠিক তার আগে তিনি সিমলা ভ্রমণের পরিকল্পনা করছিলেন তিনি। তবে কীভাবে পরে তিনি এমন সিদ্ধান্ত নিলেন! 

89

কেনই বা সেই কেস তড়িঘড়ি করে আত্মহত্যার তকমা দিয়ে বন্ধ করে দেওয়া হল! সুশান্তকে শিবা এত তাড়াতাড়ি কি করে স্থির হয়েছিল এটি আত্মহত্যা, বর্তমানে একাধিক তথ্যের খোঁজে সিবিআই এনসিবি ও ইডি। 

99

এবার প্রশ্ন তুলল দিদির ফোনে করা সুশান্তের ম্যাসেজ। বাড়ির সকলকে কী  কিছু বলতে চেয়েছিলেন সুশান্ত! জল্পনা তুঙ্গে।

click me!

Recommended Stories