বলিউডের হট অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই মনে আসে দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার নাম। বলিউডে পাশাপাশই হলিউডেও সমানভাবে জনপ্রিয় এই দুই বিখ্যাত অভিনেত্রী।কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন এই হট ডিভারা। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জানা গেছে, এবার মুম্বই পুলিশের তলবের নজরে আছেন প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। কি এমন করলেন যে পুলিশি তলবে নাম উঠল অভিনেত্রীদের, জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।