মুম্বই পুলিশের তলবের নিশানায় কি দীপিকা-প্রিয়ঙ্কা, জোর শোরগোল বি-টাউনে

বলিউডের হট অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই মনে আসে দীপিকা পাড়ুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার নাম। বলিউডে পাশাপাশই হলিউডেও সমানভাবে জনপ্রিয় এই দুই বিখ্যাত অভিনেত্রী।কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন এই হট ডিভারা। সম্প্রতি  একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে জানা গেছে, এবার মুম্বই পুলিশের তলবের নজরে আছেন প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। কি এমন করলেন যে পুলিশি তলবে নাম উঠল অভিনেত্রীদের, জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।

Riya Das | Published : Jul 23, 2020 12:35 PM
110
মুম্বই পুলিশের তলবের নিশানায় কি দীপিকা-প্রিয়ঙ্কা, জোর শোরগোল বি-টাউনে

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সবসময়েই নেটিজেনদের নজরে থাকেন। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন। সূত্র থেকে শোনা গেছে, দীপিকাকে তলব করতে পারে মুম্বই পুলিশ।

210

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সবসময়েই নেটিজেনদের নজরে থাকেন। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন। সূত্র থেকে শোনা গেছে, দীপিকাকে তলব করতে পারে মুম্বই পুলিশ।

310

রিপোর্টে জানা গেছে, ভুয়ো সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স মামলায় এবার বলিউডের এই অভিনেত্রীদের তলব করতে পারে মুম্বই পুলিশ।

410

সূত্র থেকে জানা গেছে, ১০ টি হাই প্রোফাইল তারকার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ফলোয়ার্স রয়েছে। সেখানেই রয়েছে দীপিকা ও প্রিয়ঙ্কার নাম।

510


একাধিক সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। আরও জানা গেছে ১০ জন সেলেবের নামে সোশ্যাল মিডিয়ায় ভুঁয়ো অ্যাকাউন্ট করে এই ফলোয়ার্স তৈরি করা হয়েছে।

610

এই খবরের ভিত্তিতেই বলিউডের এই তারকাদের তলব করা হবে বলে খবর জানা গেছে।

710


মুম্বই পুলিশের এই তলব নিয়ে এখনও মুখ খোলেননি দীপিকা পাড়ুকোন।

810

পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।

910

পাশাপাশি প্রিয়ঙ্কা চোপড়া পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।

1010

তবে এই ঘটনার পিছনে আরও বড় কোনও কারণ বা চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos