পানশালাতে বসেই 'হ্যাশ-কোকেনে' সুখটান, হ্যালোইন পার্টিতেই ড্রাগের নেশায় চুর ছিলেন দীপিকা

সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি জেরায় বলিউডের বড়  বড় রাঘববোয়ালদের নামও ফাঁস করেছেন রিয়া চক্রবর্তী । এবার মাদকচক্রে উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম । ফের বিপাকে বলিউডের টপমোস্ট অভিনেত্রী। প্রায় ৩ বছরের পুরোনো চ্যাট থেকেই দীপিকার সঙ্গেই মাদকযোগের হদিশ পেয়েছে এনসিবি। সম্প্রতি নয়া তথ্য প্রকাশ্যে এসেছে, যা নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

Riya Das | Published : Sep 22, 2020 9:43 AM IST
19
পানশালাতে বসেই 'হ্যাশ-কোকেনে' সুখটান, হ্যালোইন পার্টিতেই ড্রাগের নেশায় চুর ছিলেন দীপিকা

বলিউডের হট অভিনেত্রীদের তালিকায় সবার প্রথমেই মনে আসে দীপিকা পাড়ুকোনের নাম। বলিউডে পাশাপাশি হলিউডেও সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী। কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন এই হট ডিভা।

29


মাদক যোগে উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম। সূত্র থেকে শোনা যাচ্ছে, দীপিকাকে তলব করতে পারে এনসিবি।

39


তিন বছরের পুরোনা চ্যাট থেকেই মাদকচক্রের হদিশ পেয়েছে এনসিবি। সূত্র থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর পানশালার হ্যালোইন পার্টিতে উপস্থিত হন দীপিকা পাড়ুকোন।

49


পার্টিতে হাজির হওয়ার আগে হোয়াটসঅ্যাপে  ম্যানেজার করিশ্মা প্রকাশের কাছে হ্যাশের খোঁজ করেন দীপিকা।

59

পানশালাতে বসেই নিষিদ্ধ মাদক নেন বলে খবরে জানা গেছে। তবে তিনি একা নন, বলিউডের এ-লিস্টারদেরও এই পার্টিতে দেখা গেছে।

69

দীপিকার সঙ্গে ওই পার্টিতে সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মলহোত্রা, আদিত্য রয় কাপুরকেও দেখা যায়। পার্টির পর বাইরে বেরোতেই ক্যামেরাবন্দি হন দীপিকা সহ সকলেই।

79

দীপিকার সঙ্গে ওই পার্টিতে সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মলহোত্রা, আদিত্য রয় কাপুরকেও দেখা যায়। পার্টির পর বাইরে বেরোতেই ক্যামেরাবন্দি হন দীপিকা সহ সকলেই।

89

 করণ জোহর পার্টির একটি ভিডিও নিয়েও তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই বলিউডের দীপিকা, মালাইকা, রণবীর, শাহিদ, ভিকি-রা মাদকাগ্রস্ত ছিলেন বলে অনেকেই অভিযোগ করেছেন।

99

 দীপিকা ছাড়াও বলিউডের আরও  এ-লিস্টারদের নামও বেরিয়ে আসছে। ইতিমধ্যেই দীপিকার ম্যানেজার করিশ্মা ও ধ্রুবকে সমন পাঠানো হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos