রাত পোহালেই বাঙালির প্রিয় ক্রিসমাস উৎসব। বর্ষশেষের এই উৎসবের জন্য মুখিয়ে থাকে ছোট থেকে বড় সকলেই। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর। গোটা একসপ্তাহ ধরে চলবে এই উৎসব। তারপরেই পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে আগমনের পালা। ক্রিসমাসের আগেই একের পর এক হটকে ফ্যাশনে নজর কাড়ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone ) ।
29
বলিউডের সবথেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone ) রয়েছে প্রথম সারিতেই। বলিউডের ড্রিম গার্ল দীপিকা পাড়ুকোনের ফিগার থেকে শরীরী সৌন্দর্যে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। সম্প্রতি স্ট্র্যাপলেস গাউনে আগুন জ্বালালেন দীপিকা পাড়ুকোন।
39
সম্প্রতি একের পর ক গা গরম করা ফোটোশ্যুটে রাতারাতি ঝড়ও তুলেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone ) । অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই স্পষ্ট দেখা যাবে একাধিক ছবি ও ভিডিও। প্রতিটি ছবিতেই লাস্যময়ী দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone ) ।
49
সামনেই মুক্তি পাবে রণবীর কাপুর ও দীপিকা ( Deepika Padukone ) অভিনীত ছবি '৮৩'। কবীর খান পরিচালিত '৮৩'-তে দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে ( Deepika Padukone ) ।
59
বর্তমানে ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা পাড়ুকোন ( Deepika Padukone ) । এবং ছবির প্রচারে গিয়ে একাধিক স্টাইলিশ ড্রেসে ভক্তদের ঘুম উড়াচ্ছেন দীপিকা। সম্প্রতি '৮৩'-র প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ইভেন্টে দীপিকার হট লুকে ঘায়েল হয়েছেন ভক্তরা।
69
স্ট্র্যাপলেস গাউন পরে '৮৩'-র প্রিমিয়ারে নজর কেড়েছেন বলি ডিভা দীপিকা ( Deepika Padukone ) । প্রতিটি ছবিই নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গর্জিয়াস লুকে দীপিকাকে দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।