অশ্লীল থেকে মাতাল, রণবীরের ভাইয়দের সঙ্গে ঘনিষ্ট ছবি, শেয়ার করতেই বিতর্কে দীপিকা

রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্কের সমীকরণটা যে ঠিক কীভাবে মরশুম বদলের মত বদলিয়ে ছিল তা সকলেরই জানা। কিন্তু সেই প্রাক্তন প্রেমিকের ভাইদের সঙ্গেই ঘনিষ্ট দীপিকা! ছবি শেয়ার করতেই তা মেনে নিতে পারলেন না অনেকেই। 

Jayita Chandra | Published : Sep 14, 2020 8:42 AM IST
18
অশ্লীল থেকে মাতাল, রণবীরের ভাইয়দের সঙ্গে ঘনিষ্ট ছবি, শেয়ার করতেই বিতর্কে দীপিকা

বলিউড তারকাদের অন্দরমহলের কোনও খবরই খুব বেশিক্ষণ চাপা থাকে না। একটা না একটা সময় তা প্রকাশ্যে চলেই আসে। 

28

পর্দায় পেছনের জীবন কেমন তারকাদের ভক্তদের তা নিয়ে কৌতুহলও নেহাতই কম নয়। তাই কড়া নজর থাকে সেলেব মহলের দিকে। 

38

কিন্তু তা বলে কোনও সেলেব যদি এমন কিছু ঘটিয়ে বসেন যা রীতিমত চোখে লাগার বিষয় তবে তা বলাই বাহুল্য। 

48

রণবীর কাপুর এখন দীপিকার প্রাক্তন। কিন্তু তাঁর সঙ্গে বর্তমানে ভালোই সক্ষতা বজায় রেখেছেন রণবীর ঘরনী। 

58

পদ্মাবত ছবি যখন বিস্তর সাফল্য লাভ করল বক্স অফিসে তখনই পার্টিতে সামিল হয়েছিলেন রণবীর কাপুর সহ তাঁর দুই ভাইও। 

68

দীপিকার সঙ্গে এদেন তাঁরা চেনা ছন্দেই মেতে উঠেছিলেন সেলিব্রেশন মুডে। হাতে গ্লাস, চোখ ঢুলু ঢুলু, রণবীরের ভাইদের গায়ে ঢলে পড়লেন দীপিকা। 

 

78

এতেই বিপত্তি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই দীপিকাকে নিয়ে রাগে ফেটে পড়ে নেটিদুনিয়া। রণবীরের ভাইদের সঙ্গে এত ঘনিষ্ট!

88

মাতাল থেকে শুরু করে নানা নানা অশ্লীল মন্তব্য ভরে ওঠে কমেন্ট বক্স। মুহূর্তে ভাইরালও হয় এই ছবি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos