JNU-র মিছিলে উপস্থিত থাকতে ৫ কোটি, ধর্ষণের হুমকিতে ভরে গিয়েছিল দীপিকার জীবন

দীপিকা পাডুকোনের জন্মদিনে তাঁর বিতর্কগুলি বারে বারে উঠে আসে। পদ্মাবত, গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা, বক্ষবিভাজিকা, দম মার দম গানের বিতর্ক সবই নিয়ে দীপিকার নাম সর্বদা থেকেছে সংবাদ শিরোনামে। এরই মধ্যে অন্যতম বিতর্ক ছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিতর্ক। যেখানে দীপিকার নীরব উপস্থিতি চোখ কপালে তুলেছিল দেশবাসীর। সরকারের বিরুদ্ধে মুখ না খুলেও বিরোধিতা করেছিলেন বলেই দাবি ছিল একাধিক মানুষের। 

Adrika Das | Published : Jan 5, 2021 3:52 PM IST
18
JNU-র মিছিলে উপস্থিত থাকতে ৫ কোটি, ধর্ষণের হুমকিতে ভরে গিয়েছিল দীপিকার জীবন

জেএনইউ-তে গত বছর মাসের শুরুর দিকে চলছিল সরকারের সিএএ এনআরসি-র বিরুদ্ধে মিছিল, প্রতিবাদ। 

28

শান্তি মিছিলেই হাজির হয়েছিলেন দীপিকা। সেই সময় চলছিল তাঁর 'ছাপাক' ছবির প্রচার। 

38

কোনও মন্তব্য না করে, সরকারের বিরুদ্ধে মুখ না খুলেই জেএনইউ-র ছাত্র-ছাত্রী এবং প্রতিবাদীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। 

48

যার জেরে দীপিকার বিরুদ্ধে সরব হয়েছিল দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করার সাহস কীকরে হয় তাঁর। 

58

এই প্রশ্নই করে চলেছিল দেশবাসী। তবে দীপিকার পাশে এসে দাঁড়িয়েছিলেন বলিউডের একাধিক তারকারা। 

68

এই বিতর্কের কিছু পরেই কানাঘুষো আসতে থাকে, দীপিকা নিজের আগামী ছবি 'ছাপাক'র প্রচারের জন্যই এই কাজটি করেছিলেন। 

78

অন্যদিকে, প্রাক্তন RAW অফিসার এনকে সুদ দীপিকার বিরুদ্ধে অভিযোগ আনেন, অভিনেত্রী অনিল মুস্সারতের থেকে পাঁচ কোটি পেয়েছিলেন মিছিলে উপস্থিত থাকার জন্য।   

88

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠমহলের একজন হল অনিল মুস্সারত। এই অভিযোগের জেরে ধর্ষমের হুমকিও পেয়েছিলেন তিনি। যদিও এর বিরুদ্ধে যদিও নিরবই থেকেছিলেন দীপিকা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos