বিয়ের আগে ২৩ টা চুমু রণবীর-বাণীর, লিপলক দেখে কী প্রতিক্রিয়া ছিল দীপিকার

বলিউডের এখন অন্যতম হটবয় রণবীর সিং। পর্দায় প্যাশনেটলি চুমু খেয়ে কীভাবে সকলের নজর কাড়তে হয়, তাঁর থেকে ভালো বোধহয় কেউ জানেন না। সে বিপরীতে দীপিকাই হোক বা বাণী। তা বলে দীপিকার সামনে পর পর ২৩ টা চুমু! দেখা মাত্রই কী বললেন দীপিকা... 

Jayita Chandra | Published : Jan 8, 2021 9:07 AM
19
বিয়ের আগে ২৩ টা চুমু রণবীর-বাণীর, লিপলক দেখে কী প্রতিক্রিয়া ছিল দীপিকার

পর্দায় দীপিকার সঙ্গে একাধিক চুম্বণে ঝড় তুলেছেন রণবীর সিং। তখনও বিয়ের সংবাদ পাকা নয়।

29

এমনই সময় সামনে আসে বেফিকরে ছবি। সেখানের টিজার রিলিজ হতেই ওঠে ঝড়। ঘনিষ্ঠ চুম্বনে মত্ত বাণী-রণবীর। 

 

39

এক একটি নয়, পর পর ২৩ টি চুমু সহ রণবীর দীপিকার হট লুকই যেন ছিল এই ছবির ইউএসপি। 

49

হু হু করে ভাইরাল হতে থাকে এই ছবির ট্রেলার থেকে শুরু করে গান। তখনও দীপিকার সঙ্গে সম্পর্কে শিলমোহর পড়েনি। 

59

যার ফলে সাংবাদিক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্নের মুখে পড়তেই হয়, এই নিয়ে কী বলবেন আপনি! 

69

দীপিকা চুমুর প্রসঙ্গে এড়িয়ে গিয়ে জানান, সাহসী এক ছবি এটি। ট্রেলার বা টিজার দেখে ফ্রেশ লাগছে। এই ছবি নিয়ে একটাই কথা বলা চলে...

79

কী জানতে চাইলে হেসে উত্তর দেন দীপিকা এটা প্রথম দিন প্রথম শো দেখে ফেলতেই হবে। একটু অন্যধরনের কনটেন্ট। 

89

তবে বাণী ও রণবীর চুমু রামলীলাকে ছাপিয়ে যেতে পারেনি। গোটা ছবি জুড়ে থাকা দীপিকা ও রণবীরের কেমিষ্ট্রি এক কথায় ছিল দেখার মত। 

99

পেইন্ট দিয়ে এঁকে দেওয়া ছবি, যা পলকে সকলের নজর কাড়ে। সেই ঝড়ের কাছে মুখ থুবরে পড়ে বেফিকরে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos