অনন্যা পান্ডে আরও জানান, দীপিকা যে ধরনের চরিত্র গ্রহণ করেন, ও যেভাবে তা ফুঁটিয়ে তোলেন, তা এক কথায় প্রশংসার দাবীদার, বরাবরই তাঁর নির্বাচণের ক্ষমতা বেশ পোক্ত। গেহরাইয়াও তার ব্যতিক্রম নয়। ছবি প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) জানান,- 'আলিশা, গেহরাইয়া-তে আমার চরিত্র আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং অবশ্যই আমি এতদিন যত ছবি করেছি তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং এটা।