এই আসল ছবি সামনে না আসাই ভালো, রীতিমত দীপিকা লুকিয়ে রাখেন নিজের এই আসল পুরোনো চেহারা

ঠিক কেমন লুক তাঁদের, সত্যিই কি সেলেবদের শুরুতেই এতটা সুন্দর দেখতে হয়, না কি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ভোল। এর যে কোনও একটা উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ দুই সত্যি। কখনও সেলেবরা স্টানিং লুক নিয়ে হাজির হন, কখনও আবার সেলেবরা নিজেকে গড়ে নেন। 

Jayita Chandra | Published : Sep 7, 2021 4:03 AM IST / Updated: Sep 07 2021, 09:54 AM IST
110
এই আসল ছবি সামনে না আসাই ভালো, রীতিমত দীপিকা লুকিয়ে রাখেন নিজের এই আসল পুরোনো চেহারা

দীপিকা পাড়ুকোনে, বলিউডে পা রাখার আগে ঠিক কেমন দেখতে ছিল অভিনেত্রীকে! ছোট বেলার ছবি একাধিকবার ভাইরাল হয়েছে, কিন্তু এই ছবি! 

210

দেখেছেন কি কখনও, দেখে থাকলেও, হঠাৎ চোখে পড়লে তা চেনা দায়, যে এটা দীপিকা পাড়ুকোন। তখন গ্যালার ওয়াল্ডের জন্য তৈরি হচ্ছেন তিনি।

310

একের পর এক ফ্যাশন শো- নিজেকে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন দীপিকা। তখন ঠিক এমনটাই দেখতে ছিল তাঁকে। এখন বদলেছে সময়, এখন বদলে গিয়েছে তাঁর দাপট।

410

এখন বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন। একটা ছবির জন্য নিচ্ছেন ২০ কোটি টাকা। যা এর আগে কোনও অভিনেত্রী পাননি।

510

সেই দীপিকারই পুরোনো ছবি সামনে আসলে তিনি ঠিক সামলে উঠতে পারেন না। এমন কী এই ছবিগুলো যাতে গুগুল থেকে সরে যায় সেই চেষ্টাও করেন তাঁরা।

610

ধীরে ধীরে নিজেকে অপরূপ সুন্দর করে তুলেছেন দীপিকা পাড়ুকোন। তাঁর লুকও সেই সুবাদে পাল্টে গিয়েছে। তবে পুরোনো ছবি আজও হাতে হাতে ভাইরাল

710

গায়ের রঙ থেকে শুরু করে মুখের আদল, এই ছবি গুলো দেখলে সাফ বোঝা যায়, তিনি সবই এক কথায় বদলে ফেলেছিলেন। বর্তমানে চেনাই দায়। 

810

নিজেকে ধরে রাখার জন্য দীপিকা কড়া ডায়েটে নজর দিয়েছেন। শরীর চর্চাতেও থাকে না কোনও খামতি। আর পুরোনো ছবি সামনে আনা, তা বর্তমানে অতীত।

910

তবে এই ছবিগুলো এক কথায় যেমনে না এলেই নয়। নিজেই এই দিনগুলো মুছে ফেলে নতুন পথে সফর তৈরি করে চলেছেন তিনি।

1010

রণবীর ঘরণীর এই লুক দেখে অনেকেই অবাক হবেন। যদিও এখন তা অতীত। বর্তমানে দীপিকার রূপে চোখ ঝলসে যায় নেট নাগরিকদের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos