'দিল্লি ক্যাপিটালস'-এর হয়েই কি মাঠে নামবে'ছোটে নবাব' তৈমুর, দলে চাইছেন খুদে ক্রিকেটারকে

Published : Oct 15, 2020, 01:16 PM IST

নবাব পরিবারের কনিষ্ঠ সদস্য তৈমুর আলি খান জন্মের পর থেকেই সেলিব্রিটি।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদি,  যিনি কিনা মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন। ক্রিকেট তার রক্তে। বয়স এখনও ৪ বছরও পূর্ণ হয়নি। ব্যাট ধরতেও সড়গড় নয় ছোটে নবাব, আর এরই মধ্যে কিনা আইপিএল-এর মাঠ কাঁপাতে দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পড়ল খুদে ক্রিকেটারের। খবর শুনে কী প্রতিক্রিয়া নবাব পরিবারের, জানুন বিশদে।  

PREV
19
'দিল্লি ক্যাপিটালস'-এর হয়েই কি মাঠে নামবে'ছোটে নবাব' তৈমুর, দলে চাইছেন খুদে ক্রিকেটারকে

সম্প্রতি কয়েকদিন আগেই ছেলে তৈমুর আলি খানের ক্রিকেট খেলার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন করিনা।

29

ছেলের খেলার ছবি পোস্ট করে ক্যাপশনে করিনা জানিয়েছিলেন, আইপিএল দলে কোনও ফাঁকা জায়গা আছে কিনা।

39

মুহূর্তের মধ্যে ছোটে নবাবের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং তার উত্তর পেয়ে গেছেন পতৌদি পরিবার।

49

ক্রিকেট তার রক্তে রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নাতি তৈমুরকে দিল্লি ক্যাপিটালস মাঠে নামতে দেখতে চাইছে।

59


দিল্লি ক্যাপিটালস করিনার রিপ্লাইয়ে জানিয়েছে, একজন প্রকৃত নবাবের জায়গা সর্বদা রাজধানী শহরই হয়। তাদের টিম থেকে স্কোয়াডে দেখতে চায় ছোট্ট তৈমুরকে।

69

এমনিতেই দিল্লি ক্যাপিটালস ইশান্ত শর্মার পরিবর্ত চেয়ে আবেদন জানিয়েছন। অমিত মিশ্রও ছিটকে গিয়েছেন। ঋষভও চোট পেয়ে দলের বাইরে।

79

এই মুহূর্তে স্কোয়াডে নতুন ক্রিকেটার নেওয়ার সম্ভাবনা দেখা দিলে খোঁজ পড়াটাই স্বাভাবিক।

89

তবে দিল্লি ক্যাপিটালস যাকে নিতে চাইছে তার বয়স এতটাই ছোট যে ঠিকমতো ব্যাট ধরতেও পারে না।

99

 যাকে নিয়ে পাপারাৎজি চোখ সবসময়েই অ্যাক্টিভ। সেই খুদে সেলিব্রিটি তৈমুরকেই নিজেদের দলে নিতে চায় দিল্লি ক্যাপিটালস।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories