করোনাতেই যেন দেব দর্শণ। টলিউড সুপার স্টার দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে সাংসদ পদে রয়েছে। তবে ২০২০ তাঁকে যেভাবে চেনালো তা হয়তো অন্যান্য বছরের থেকে বেশ খানিকটা আলাদা। সাধ্য ও সামর্থ অনুযায়ী সাধারণের কাছে পৌঁচ্ছে দিয়েছেন নিজের সাহায্য। এক নজরে দেখে নেওয়া সেই চেনা লুকে অজানা দেবের মানবিক দিক...
দেব মানেই কমার্শিয়াল হিট। বক্স অফিসে উপচে পড়া আয়। কিন্তু ২০২০-র ছবিটা সম্পূর্ণ ভিন্ন। নেই কোনও বিনোদনের ছোঁয়া।
28
তারকারাও বাড়িতে, বন্ধ বিনোদন জগতের ঝাঁপ। শ্যুটিং পাড়াতেও নেই ব্যস্ততা।
38
করোনা পরিস্থিতি এমনই এক ছবি তুলেধরেছে। সাধারণের নেই উপার্জন, রোগ কাড়ছে প্রাণ, দিশেহারা মানুষের পাশে একাধিকবার দাঁড়ালেন দেব।
48
নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের আনা থেকে শুরু। নেপালে আটকে পড়া স্বর্ণকারদের দেশে ফিরিয়েছিলেন দেব।
58
বন্দে ভারতের মাধ্যমে পড়ুয়াদেরও ফিরিয়েছিলেন তিনি। কেন্দ্রে অনুমতী নিয়ে বিমানের ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন দেশে।
68
করোনার ত্রাণে নিয়েছিলেন তিনি এক কোটি টাকা। যা নজির গড়েছিল। বাঘাবাঘা বলিউড সুপারস্টারেরাও এই পরিমাণ অর্থ দিতে এগিয়ে আসেননি, হাতে গোনা কয়েকজন ছাড়া।
78
প্লাজমা যোগার করতে দাঁড়িয়েছিলেন তিনি এক অলহায় পরিবারের পাশে। ধন্যবাদ জানিয়ে চোখের জলে ভেসেছিলেন অসুস্থ শিশুর মা।
88
করোনায় আক্রান্ত পরিবার, সাহায্য করার কেউ নেই, দিদিকে বলোতে যোগাযোগ করতে ব্যর্থ পরিবারের পাশে খবর পেতেই দাঁড়িয়েছিলেন তিনি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।