ঐশ্বর্যের সঙ্গে গোটা একটি হোটেলের ফ্লোরে একা অমিতাভ, সময় কাটাতেই 'অশ্লীল' বিতর্ক তুঙ্গে

ঐশ্বর্য রাই, বচ্চন পরিবার, অমিতাভ, জয়া। বাইরে থেকে বচ্চন বংশের চাকচিক্কো দেখে মুগ্ধ হয় অসংখ্য সিনেপ্রেমীরা। আদর্শ পরিবার হিসাবে চিহ্নিত করা হয় তাঁদের। যেখানে বলিউড কিংবা অন্যান্য গ্ল্যামার ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্কের ভাঙন, তু তু-ম্যঁয় ম্যঁয় সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সব খবরেই ভরে যায় সংবাদ শিরোনাম। বচ্চন পরিবার সেখানে একেবারে পারফেক্ট। অন্তত পাপারাৎজির সামনে তাঁরা তেমনই লাগেন। তবে একাধিক সিনেপ্রেমীদের কাছে এই বিষয়টি পুরোপুরি দেখনদারি। 

Adrika Das | Published : Sep 16, 2020 10:29 AM IST / Updated: Sep 16 2020, 04:06 PM IST
111
ঐশ্বর্যের সঙ্গে গোটা একটি হোটেলের ফ্লোরে একা অমিতাভ, সময় কাটাতেই 'অশ্লীল' বিতর্ক তুঙ্গে

বচ্চন পরিবারে একের পর এক বিভিন্ন ঘটনাই ঘটতে থাকে যা খবরের পাতায় উঠে এলেও ধামাচাপা দিয়ে দেন পরিবারের সদস্যরাই। 

211

গুজবে কান দিলে, জয়া বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চনের সম্পর্ক মোটেই ভাল নয়। মা মেয়ের নাকি মুখ দেখাও বন্ধ। 

311

এছাড়া জয়া বচ্চনের সঙ্গে নাকি অমিতাভে সম্পর্কেও বহু আগে ধরেছিল চিড়। যা আজও মেটেনি। 

411

এছাড়া জয়া বচ্চনের সঙ্গে নাকি অমিতাভে সম্পর্কেও বহু আগে ধরেছিল চিড়। যা আজও মেটেনি। 

511
611

অন্যদিকে শ্বেতার সঙ্গে সম্পর্ক মসৃণ নয় ঐশ্বর্যেরও। তাঁদেরও মুখ দেখা দেখি বন্দ। শ্বেতার অনুমান ভাইকে তাঁর থেকে দূরে করে দিয়েছেন ঐশ্বর্য। 

711

তবে এই সমস্ত সূত্রের খবরের মধ্যে যেটি সকলের চোখ কপালে তুলেছিল তা হল ঐশ্বর্য অমিতাভের সম্পর্ক। 

811

অভিষেকের সঙ্গে সম্পর্ক থাকার আগে নাকি পরে অমিতাভের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন ঐশ্বর্য সে বিষয় আজও কিছুই স্পষ্ট নয়। 

911

অমিতাভের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্কে প্রেমের নাকি স্নেহের তা নিয়ে আজও রয়েছে সন্দেহ। তবে কাজরা রে গানের শ্যুটিংয়ের সময় সন্দেহ দৃঢ় হয়। 

1011

একটি হোটেলের পুর ফ্লোর বুক করেছিলেন ঐশ্বর্যের জন্য। এই গানের শ্যুটিং চালকালীন সেই ফ্লোরে একান্তে সময় কাটিয়েছিলেন তাঁরা। 

1111

বলিউডের ডার্টি সিক্রেটের মধ্যে ঐশ্বর্য এবং অমিতাভের এই সম্পর্ক বারে বারে উঠে আসে। তবে আজ তাঁরা আদর্শ শশুড়-বউমা জুটি।

Share this Photo Gallery
click me!

Latest Videos