ঐশ্বর্য কি সত্যিই 'মানসিক ভারসাম্যহীন', কেন 'প্রতিবন্ধী' তকমা আজও ঘুচল না রাই সুন্দরীর

বলিউডের মোস্ট গর্জিয়াস লেডি ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। রিল থেকে রিয়েল তারকাদের পুরোটাই যেন গসিপে মোড়া। এবং সেই তালিকায় নিঃসন্দেহে রয়েছে  বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। মেয়ে  হোক কিংবা স্বামী সর্বদাই যেন নিজের কাছে আগলে রাখেন ঐশ্বর্য। কিন্তু কেন? ঐশ্বর্য কি  প্রতিবন্ধী নাকি মানসিক ভারসাম্যহীন, হাত ধরেই পোজ দিতে গিয়েই চরম ট্রোলের মুখে পড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।
 

Riya Das | Published : Jul 5, 2021 4:27 AM IST
17
ঐশ্বর্য কি সত্যিই 'মানসিক ভারসাম্যহীন', কেন 'প্রতিবন্ধী' তকমা আজও ঘুচল না রাই সুন্দরীর


সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বেশ কিছু  পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

27


প্রতিটি ছবিতেই অভিষেক বচ্চনকে ঐশ্বর্যর হাত ধরে থাকতে দেখা গেছে। 

37

প্রতিটি ছবিতেই ঐশ্বর্যকে আগলে ধরে রেখেছেন জুনিয়র বচ্চন। কিন্তু কেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

47


ঐশ্বর্যকে নিয়ে কি তবে ভয় পাচ্ছেন জুনিয়র বচ্চন। নাকি চোখে হারাতে চান না বলে সবসময়েই সঙ্গে সঙ্গে নিয়ে চলছেন, প্রশ্ন নেটিজেনদের।

57


ঐশ্বর্যকে নিয়ে কি তবে ভয় পাচ্ছেন জুনিয়র বচ্চন। নাকি চোখে হারাতে চান না বলে সবসময়েই সঙ্গে সঙ্গে নিয়ে চলছেন, প্রশ্ন নেটিজেনদের।

67

তবে শুধু অভিষেককেই নয়, মেয়ে আরাধ্যাকেও নিজের কাছে সর্বদাই আগলে রাখেন ঐশ্বর্য । যে কোনও পার্টি হোক কিংবা অনুষ্ঠান আরাধ্যাকে  কোনওভাবেই হাতছাড়া করেননা রাই সুন্দরী।
 

77

নেটিজেনরা বলেছেন,  ঐশ্বর্য কি  প্রতিবন্ধী নাকি মানসিক ভারসাম্যহীন, হাত ধরেই পোজ দিতে গিয়েই চরম ট্রোলের মুখে পড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।

Share this Photo Gallery
click me!

Latest Videos