সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন অনুষ্কা শর্মা। বিরুষ্কার জীবনে এসেছে নতুন অতিথি। অনুষ্কা শর্মাকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
210
গত ১১ জানুয়ারি দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা। মেয়ের বয়স ২ মাস পেরোতে না পেরোতেই সেক্সি চাবুক ফিগারে শুটিং ফ্লোরে ফিরে সকলকে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা।
310
রণবীর কাপুরের সঙ্গে অনুষ্কার কেমিস্ট্রি সকলেরই জানা। সম্প্রতি পুরোনো একটি থ্রো-ব্যাক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
410
যেখানে ক্যামেরার সামনে অনুষ্কার পোশাক টানতে দেখা যাচ্ছে রণবীর। পুরোনো ভিডিও নেটদুনিয়ার হটকেক।
510
'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির প্রমোশনে সাক্ষাৎকারে ব্যস্ত অনুষ্কার গাউন ধরে খেলায় মত্ত রণবীর। বেখেয়াল ভাবেই যেন অনুষ্কার পোশাক ধরে টানছেন রণবীর।
610
ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। তবে ভাল কমেন্টের পাশাপাশি রসিকতা করতেও কেউ ছাড়েনি। নেটিজেনরা অনেকেই বলেছেন বিরাট কি জানে এই ঘটনাটা।
710
২০১৫ সালে 'বম্বে ভেলভেট' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কাকে। অভিনেত্রী জানিয়েছিলেন, রণবীরকে সামলানো আর বাচ্চা সামলানো দুটোই সমান।
810
অনুষ্কার মতে,' রণবীর খুবই কৌতুহলী, এবং ওর এই গুণের জন্যই মাঝে মাঝে বিরক্তি বোধও হতো'। রণবীর কাপুরের সঙ্গে 'বম্বে ভেলভেট' -এর প্রচার চলাকালীন বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছিলেন অনুষ্কা।
910
অনুষ্কা জানিয়েছিলেন, 'রণবীর আমার সম্পর্কে সব জানতে চায়। আমার মেক আপ রুমে ঢুকে ড্রয়ার খুলে দেখা থেকে হাতের ব্যাগ খুলে দেখা। এমনকী মোবাইলও দেখার চেষ্টা করত। আমি ভাল মা হতে পারব কারণ রণবীর সর্বদাই আমার আশেপাশে থাকত '।
1010
রণবীরকে নিয়ে অনুষ্কা আরও জানিয়েছন, কৌতুহলী স্বভাবের জন্য রণবীর যেমন ভাল অভিনেতা হতে পেরেছেন তেমনই ভবিষ্যতে পরিচালক হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে ওর মধ্যে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।