এই অভিনেতার জন্যই নাকি হাতের শিরা কেটেছিলেন করিনা, ফাঁস 'মম টু বি' র Secret

Published : Jan 23, 2021, 12:50 PM IST

অভিনয় থেকে শরীরী সৌন্দর্য বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেন কাপুর কন্যা তথা নবাব পত্নী করিনা কাপুর খান। একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কেও জড়িয়ে বারেবারে শিরোনামে উঠে এসেছেন করিনা। শেষমেষ বয়সে ১০ বছরের বড় অভিনেতা সইফ -এর সঙ্গে গাটছড়া বেঁধেছেন অভিনেত্রী। কিন্তু জানেন কি, একসময় এই অভিনেতার জন্যই নিজের হাতের শিরা কেটেছিলেন করিনা কাপুর।

PREV
110
এই অভিনেতার জন্যই  নাকি হাতের শিরা কেটেছিলেন করিনা, ফাঁস 'মম টু বি' র Secret

পাঁচ বছরের প্রেম, আট বছরের দাম্পত্য জীবন সবমিলিয়ে বলিউডের অন্যতম ব়োম্যান্টিক জুটি সইফিনা।  দুই সন্তানের বাবা, ধর্ম, বয়স কোনওকিছুই বাধা হয়ে দাড়ায়নি সইফ-করিনার প্রেমের সামনে। 

210

সইফ আলি খানকে বিয়ে করার আগে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিনা কাপুর খান। 

310

 'যব উই মেট' ছবির পর থেকেই শাহিদের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা কাপুর।

 

410

সূত্রের খবর, খুশি সিনেমার পর অভিনেতা ফারদিন খানের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে জড়িয়েছিলেন করিনা কাপুর।

510

বলিউড ডিভা করিনা কাপুর একাধিক সম্পর্কে জড়ালেও এই অভিনেতার জন্যই নিজের হাতের শিরা কেটে ফেলেছিলেন। কে সেই অভিনেতা?

610

বিয়ের পরই সবার প্রথমে হৃত্বিকের নাম জড়িয়েছে কো-স্টার করিনা কাপুরের সঙ্গে। কভি খুশি কভি গম, ইয়াদে, ম্যায় প্রেম কি দিওয়ানি হু-র মতো একাধিক ছবি জুটি বেধেছিলেন করিনা-হৃত্বিক।

710

 শুটিং করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন। কিন্তু বিবাহিত হৃত্বিকের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার সাহস দেখাননি কাপুর কন্যা করিনা কাপুর।

810

করিনা-হৃত্বিকের প্রেমের গুজবের মধ্যেই সূত্র থেকে শোনা গিয়েছিল, হৃত্বিকের জন্যই নাকি নিজের হাতের শিরা কেটে ফেলেছিলেন করিনা। 

910

করিনা আরও জানিয়েছিলন, হৃত্বিককে নিয়ে এতটাই জলঘোলা হয়েছিল যে শেষমেষ রেগে গিয়ে নিজের কেরিয়ারও ছেড়ে দিতে চেয়েছিলেন। 

1010

কিন্তু বর্তমানে সমস্ত বির্তক ঝেড়ে ফেলে নবাব পুত্রর সঙ্গে চুটিয়ে সংসার করছেন করিনা কাপুর। কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন বলিউডের মম টু বি করিনা। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories