Published : Apr 06, 2021, 12:37 PM ISTUpdated : Apr 06, 2021, 12:44 PM IST
সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। গর্ভাবস্থাকালীনও যেমন তার গ্ল্যামার কমেনি বরং বেড়েছে ঠিক তেমনই গর্ভাবস্থার পরেও নিজের যৌবন ধরে রেখেছেন করিনা। ছেলে হওয়ার মাত্র একমাস হতে না হতেন শ্যুটিং ফ্লোরে দাপিয়ে বেড়াচ্ছেন সেক্সি মাম্মা করিনা কাপুর খান। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই পাপারাৎজিদের চোখ এড়িয়ে রেখেছেন ছোট্ট একরত্তিকে। কিন্তু এ কী করলেন নায়িকার বাবা, ভুল বশত ছোট নাতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন দাদু রণধীর। যদিও ছবি পোস্ট করে সঙ্গে সঙ্গে ডিলিট করলেও মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
এখন ৩ থেকে ৪ সইফিনা। বলিউডের অন্যতম পাওয়ার কাপল সইফিনা এখন লাইমলাইটে। ফের দ্বিতীয়বারও ফুটফটে পুত্র সন্তানের মা হলেন করিনা কাপুর।
210
310
সন্তান জন্ম দেওয়ার দু দিনের মাথাতেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়েও কড়া নিরাপত্তার মধ্যে সইফিনার নতুন বাংলোয় এসে হাজির হয়েছিল তৈমুরের ভাই।
410
এখনও পর্যন্ত পাপারাৎজিদের চোখ এড়িয়েও আগলে রেখেছেন ছোট্ট একরত্তিকে।
510
কিন্তু এ কী করলেন নায়িকার বাবা, ভুল বশত ছোট নাতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন দাদু রণধীর।
610
যদিও ছবি পোস্ট করে সঙ্গে সঙ্গে ডিলিট করলেও মুহূর্তের মধ্যে ছবির স্ক্রিনশট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
710
এতদিনে করিনা দ্বিতীয় সন্তানকে দেখার অপেক্ষায় ছিল ভক্তরা। করিনা-সইফ কড়াকড়িতে তা সম্ভব হয়নি।
810
এবার ভুলবশত সেই ইচ্ছাপূরণ করলেন দাদু রণধীর কাপুর।
910
তৈমুরের সময় যেটা করতে পারেননি নবাব কাপল এবার সেটাই নাকি সফল নাকি করে দেখাবেন সইফিনা।তৈমুরের সময় যেটা করতে পারেননি নবাব কাপল এবার সেটাই নাকি সফল নাকি করে দেখাবেন এই জুটি। চাইলে সবটাই সম্ভব। এবার সেটাই করে দেখাবেন সইফিনা। কিন্তু দাদুর ভুলেও প্রকাশ্যে চলে এসেছে একরত্তির প্রথম ঝলক।
1010
ছেলে হওয়ার মাত্র একমাস হতে না হতেন শ্যুটিং ফ্লোরে দাপিয়ে বেড়াচ্ছেন সেক্সি মাম্মা করিনা কাপুর খান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।