হানিমুনে গৌরীর সরলতার সুযোগ নিয়েছিলেন শাহরুখ, ঠকিয়ে ছিলেন স্ত্রীকে

গৌরী ও শাহরুখ খান, এক কথায় বলতে গেলে বলিউডের পাওয়ার কপিল। সকলকে তাক লাগিয়ে সুখে সংসারের মেমেন্ট হয়েই থেকে গিয়েছে এই জুটি। তবে জীবনে হাজারও ওঠা পড়ার সাক্ষী থেকেছেন এই কপিল। তবুও শাহরুখের ওপর থেকে আস্থা হারাননি গৌরী খান। 

Jayita Chandra | Published : Oct 31, 2020 6:25 AM IST
19
হানিমুনে গৌরীর সরলতার সুযোগ নিয়েছিলেন শাহরুখ, ঠকিয়ে ছিলেন স্ত্রীকে

শাহরুখ খান ও গৌরী খান, যাঁদের সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে হিট। পর্দার সামনে শাহরুখে খানের লাভ লাইফ যতটা হিট, ততটাই তাঁর গৌরীর সম্পর্কের সমীকরণ সকলের নজর কাড়ে।

29

তবে শুরুটা এতটা সহজ ছিল না। পথ চলতে হাজার একটা বাধা বিপত্তির সামনে এসে দাঁড়াতে হয়েছে তাঁদের। 

39

নিতে হয়েছে মিথ্যের আশ্রয়। কিন্তু সবটা জেনেও কোথাও গিয়ে যেন শাহরুখের ভালোবাসাকে অস্বীকার করতে পারে না গৌরী। 

49

এমনই এক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল গৌরীকে তাঁর হানিমুন নিয়ে। শাহরুখ খান সাধারণ এক প্রেমিকের মতই দিয়েছিলেন প্রতিশ্রুতি। 

59

বিয়ের পর গৌরীকে নিয়ে যাবেন প্যারিস। গৌরী কোনও দিন বিদেশে যাননি। যার ফলে বেজায় উৎসাহী ছিলেন তিনি। 

69

কিন্তু শাহরুখ খানের পকেটে তখন টান। এক কথায় বলতে গেলে নিম্নমধ্যবিত্ত জীবন যাপন করেন। তার থেকে খানিক সচ্ছল অবস্থায় রয়েছেন গোরী। 

79

কিন্তু শাহরুখ কথা রাখতে পারেননি। প্যারিসের নাম করে শাহরুখ খান হানিমুনে গোরীকে নিয়ে গিয়েছিলেন দার্জিলিং। 

89

সেখানে তোলা একটি ছবি আজও শাহরুখ খানের খুব কাছে। অনেক কষ্টে বাড়ির সবাইকে রাজি করিয়েছিলেন। 

99

জানিয়েছিলেন একটি গানের শ্যুটিং রয়েছে। সেই জন্যই গৌরীকে নিয়ে যাওয়া। এরপর সেই চ্রিপই হয়ে থাকে সব থেকে সুন্দর স্মৃতি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos