ক্যান্সারকে হারিয়ে নয়া হেয়ারস্টাইল, আবারও পুরোনো মেজাজে সঞ্জুভাই

Published : Oct 31, 2020, 09:14 AM IST

গত কয়েকমাসে ভক্তদের বেজায় চিন্তায় ফেলে দিয়েছিলেন সঞ্জয় দত্ত। এক কথায় বলতে গেলে সঞ্জয় দত্তের ক্যান্সারের খবরে ভক্তরা ভেঙে পড়েছিল, কিন্তু কিছু দিনের মধ্যে সুখবর শুনিয়েছিলেন সঞ্জুভাই। ক্যান্সারকে কাত করে আবারও পুরোনো মেজাজে ধরা দিলেন ফ্রেমে। 

PREV
18
ক্যান্সারকে হারিয়ে নয়া হেয়ারস্টাইল,  আবারও পুরোনো মেজাজে সঞ্জুভাই

মন খারাপ কিংবা উদ্বেগের দিন শেষ। এবার সঞ্জয় দত্ত নিজের চেনা ছন্দেই তাক লাগালেন ভক্তদের। হঠাৎই সামনে এসেছিল তাঁর ক্যান্সারের খবর। 

28

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়, খবর মিলতেই সকলে ভেঙে পড়েছিলেন, প্রার্থণা করেছিলেন ভক্তরা, দ্রুত আরোগ্য কামনা করেছিলেন সকলেই।

38

এমনই সময় একের পর এক খবর ছড়িয়ে পড়তে থাকে নেটমহলে। ক্যান্সারের স্টেজ থেকে শুরু করে তাঁর লুক। 

48

ভেঙে পড়েছিলেন সঞ্জয় দত্ত। শরীরে ছিল না সেই দাপট, সেই জেল্লা। খবর ছড়িয়েছিল আর মাত্র কয়েকটা মাস।

58

কিন্তু সকলের প্রার্থণা ও বেঁচে ফেরার ইচ্ছে শক্তির ওপর ভর করেই ছক্কা হাঁকিয়েছিলেন সঞ্জয়। কয়েকদিনের মধ্যেই খবর মেলে যে তিনি ক্যান্সার মুক্ত। 

68

এরপরই স্যালনও গিয়ে নিজেকে দিলেন এক নয়া লুক। বন্ধু ও হেয়ার স্টাইলিস হাকিম আলিমের দেওয়া ছাঁটই এখন নেট মহলে ভাইরাল। 

78

প্ল্যাটিনাম ব্লন্ড হেয়ার লুকে ভিন্ন মেজাজে ফ্রেমবন্দী হলেন সঞ্জয় দত্ত। মুহূর্তে নয়া লুকের ছবি ভাইরাল নেট পাড়ায়। 

88

ক্যান্সার মুক্ত নিয়ে সঞ্জয় দত্ত লেখেন, আমি খুব খুশি যে এই কঠিন সময় থেকে বেড়িয়ে আসতে পেড়েছি, সেরা উপহার আমি তাঁদেরকে দিতে চাই। 

click me!

Recommended Stories